Tuesday, January 22, 2008

ছায়াসঙ্গী

আমি যাবনাতো সঙ্গে
তবু ফিরব সাথে সাথে।
ফিরব দিনে ফিরব রাতে
সকাল-দুপুর সাঁঝ-প্রভাতে,
দিবা স্বপ্ন হয়ে আমি
ফিরব আঁখির পাতে ।

আমি দেবনাতো ধরা
তবু ফিরব হাতে হাতে ।
লেখা হয়ে দেখা দেব
সবুজ পত্রিকাতে ।

আমি হাসি হয়ে পরশ করে যাব
-তোমায়-
বাতাস হয়ে করব আলিঙ্গন,
ঈর্ষা হয়ে জ্বলব
যদি দেখি কোনো সতীন আছি সাথে ।

আমি চাইবনাতো কিছু-
তবু কান্না হয়ে পরব ঝরে
যদি তুমি ফিরে না চাও পিছু ।

গভীর রাতে ফিরব তোমার বুকে
ফিরব চুপিসারে ।
মধুর হয়ে যাব মিশে-
প্রিয়, তোমার সুপ্ত চেতনাতে ।
তোমায় রাখবনাতো ধরে
তবু প্রেমের শিখা জ্বালিয়ে প্রাণে-
আশা হয়ে ফিরব প্রতীক্ষাতে

আশা ও ভালোবাসা

তুমি কেন তোমার মতন হলে
কেন ন-ও অন্য রকম
এ রকম প্রশ্ন কি করেছি তোমায় !

আমাকেও থাকতে দাও
আমার মতন হয়ে-
হৃদয়ের এক পাশে
চোখের কোনায় ।

তুমি যে তোমার মত- তাই,
বার বার দাও দূরে ঠেলে;
দুচোখ তোমার তুমি
রাখ বন্ধ করে ।
জান তবু তোমার আন্তরে
ব্যাকুল দু-চোখ মেলে
বসে আছি- লজ্জাহীন
দীনের থেকেও দীন
ভিখারির বেশে,
আশার প্রদীপ জ্বেলে ।

তুমি যে তোমার মতন
তাই ভালোবেসে
কাছে এসে নেবে বুকে তুলে-
আমার মতন এই আশা
বাঁচিয়ে রেখেছে ভালোবাসা

নিরালা

নিরালা এক ঘরের কোনায় ছিলাম বসে।
স্বপ্ন ছিল অলিক অনেক;
আশাও ছিল- তবু সে
সব ই ছিল ছাই চাপা
আগুন যেন। হঠাত্ সেদিন
ফাগুন মাসে ছন্নছাড়া
ঘরছাড়া এই পাগল হৃদয়
বিদায় দিল নিরালা কে ।

অনেক লোক, দৃষ্টি অনেক-
বৃষ্টি হল অনুকম্পা
ছিল যা সব
লুকিয়ে রাখা-
চক্ষুলজ্জার পর্দা ঢাকা-
দেখল অনেক চোখে ।

আমার হৃদয় দেখল তাকে
যাকে দেখার আশা
ছিল স্বপ্ন হয়ে আমার বুকে ।

নিরালা এক ঘরের কোনায় বসে আছি ।
শূণ্য হৃদয় পূর্ণ শোকে ।
বিদায় দিয়ে এলাম যাকে-
স্বপ্ন তার বন্দী আমার চোখে ।

Tuesday, January 15, 2008

ক্ষুদেনদী







ডিম‌্ ডিম‌্ ডিম‌্ মাদল বাজে
ক্ষুদে নদীর বাঁকে,
সুন্দরী লো সুন্দরী
সব নোলক দোলাও নাকে .
তির্‌ তির‌্ তির‌্ পাথর বেয়ে
নদীর ছুটে চলা ,
সুন্দরী তোর রূপের ছ্বটায়
বিবাগী মন ভোলা .
ঝিম‌‌্ ঝিম্ মন নেশায় মাতাল,
মাদল বাজার তালে,
সুন্দরী সব আয় ছুটে আজ
ক্ষুদেনদীর জলে ।

মাতাল আকাশ, মাতাল বাতাস
মাতাল নদীর জল।
মাতাল করা নাচের তালে
মাদলে তোল বোল ।
আগুন ঝরা ফাগুণমাসে
বনে বনে কি উচ্ছ্বাসে
ফোটে পলাশ ফুল,
পাষাণ বুকে মহুয়াফুল
দোলে দো-দুল দুল।
নেশা নেশা রঙিন চোখে
সুন্দরীলো তোকে দেখে
ভ্রমর হলো মন,
সুন্দরীলো বুকে এসে
মনের কথা শোন ।
ডিম্ ডিম্ ডিম্ মাদল বাজে
বুকে আমার ঝড়-
সুন্দরী লো কবে রে তুই
আসবি আমার ঘর !

ভন্ডামী




ভন্ডামীটা ঘোমটা মাথায়
বসে আছে অন্তরে,
বাইরে তবু লজ্জাবতী
কুলবধুর ভেক ধরে
ঠকাতে চাই জগতকে.

ঘরের মানুষ দোষ করেনি
মন্দ আমার অন্তরে
পরপুরষে মন মজেছে,
সাপ নচুনে মন্তরে
নাচাতে চাই মহত কে ।

Monday, January 14, 2008

তোমার চিঠি







তোমার চিঠি পাওয়া,
লাগল পালে হাওয়া,
মাঝ দরিয়ায় ভাঙ্গল মাঝির ঘুম ।

আকাশের বুক চিরে-
আলো ঝিলিক মারে-
বাজপরে আজ ভাঙ্গল কুঁড়েঘর
তীরের বুকে শব্দের তার প্রতিধ্বনি
গুম গুম গুম গুম
মাঝ দরিয়ায় ভাঙ্গল মাঝির ঘুম

নদীর বুকে জল
টলমল টলমল
নৌকোখানি ভাঙ্গল বুঝি ঝড়ে
-ও মাঝি তোর বৈঠাখানি শক্ত হাতে ধর
বৃষ্টি হল শুরু
দুরু দুরু দুরু
মেঘের বুকে ভয়,
জল মিশেছে জলে আজ
না জানি কি হয়

সন সন ঐ ঝড়রের সাথে
বাতাস বয়ে চলে
আছাড় খেয়ে পরতে নদীর জলে
তোলপাড় ঐ নদীর বুকে
বর্ষার মরসুম
মাঝিরে তোর এতদিনে
ভাঙ্গল কি কাল ঘুম !
উথাল পাথাল জলে
খোলা গগন তলে
আজ নিশীথে প্রকৃতিতে
মাদল বাজায় ঝড়
মাঝিরে তোর বৈঠাখানি শক্ত হাতে ধর ।

আকাশের বুক করেছে আজ
দখল মেঘের দল
নদীর বুকে ঢেউএর তালে
উঠছে নেচে জল
প্রকৃতিতে তান্ডব আজ
মিলনের মরসুম

এই অবেলায় মাঝিরে তোর
কে ভাঙ্গাল ঘুম !

শূণ্য থেকে শূণ্যতর




সময় যখন তোমার চোখে হারিয়ে যায়,
তখন প্রেমিক সে কি করে,
আর পড়েনা মনে ।

যখন চোখের কোনায় হাসির ঝিলিক
ঠোঁটে রাগের ভাষা,
তখন কোন আশাতে প্রেমিক প্রাণ
উথাল ভালবাসায়-
তাই বা কে জানে !

এখন শুধুই আকাশ দেখে ভয়ের বাড়ি ফেরা,
শূন্য থেকে আরো শূণ্য ভাবা ।
শেষের কাছাকাছি নাকি এখন-ও আছে বাকী
এ কল্পনা আর জল্পনা -
এখন শুধুই আর কিছুদিন
জীবন দেখার আশা ।।

মনের কথা


মনের কথা মনেই থাকে
জীবনমুখী ঢেউ ।
তবুও নতুন ছন্দছারা,
হারাণ সুরের গন্ধেভরা
আমার জীবন যন্ত্রনা বা
ভীষণ ভালোবাসার কথা,
শুনতে চায়না কেউ ।
*************

তুমি আসছ ফিরে আমার গানে,
আসছ ফিরে আমার প্রণে,
সেই তো পরম পাওয়া ।
কেউ যদি তা নাইবা শোনে,
নাই বোঝে তার মানে,
ব্যার্থ তবু হবেনা তো
আমার এ গান গাওয়া ।

*************
অনেকদিন-
মনে হয় আনেকদিন আগে,
হয়নি দেখা, হলনা দেখা
এমন দুঃখ জাগে ।
আজ এ- কোন
নতুন দিনের সকালে,
সোনার বরন সূর্য্য এসে
মনের ঘুম ভাঙ্গালে !

Sunday, January 13, 2008

-প্রেম-ভালোবাসা-পুরাতন কথা-

থমকে গেছে হৃদয় -
নাকি সময় আছে থেমে !
চারটি তারার মিলনে কি
বিজলি এল নেমে
বুকের মাঝে !
আকাশ পথে উল্কা যেমন পরে
একটি ভাঙ্গাঘরে-
তমনি ভাবেই হঠাত কি আজ
প্রেমের আগমনের ধ্বনি বাজে !
অবিশ্বাসীর জন্য এ ঘর নয়-
তাই বুঝি আজ ভালোবাসার
মাটির ঘরে-
ধরেছে রোগ ক্ষয়
একটু একটু করে
শেষ হয়ে যাক আশা
অলিক স্বপ্ন দিয়েই শুধু
ছিল যে ঘর ঠাসা
পুরানো সে মাটির বাড়ির নেইতো প্রয়োজন
-এখন শুধু নতুন বাড়ির
চলছে আবোযন.
মাটির সাথে মিশিয়ে যাবার আগে
দেখছিল সে পিছন পানে চেয়ে-
বিষন্নতা ছিল ছেয়ে
নি্র্জন সেই পথের মাঝে পরে
নীরবে সে বিদায় বুঝি চায়
পুরাতনের কাছে
তাই বুঝি আজ হচ্ছে মনে-
থমকে গেছে হৃদয়- নাকি সময় আছে থেমে ..

Tuesday, January 8, 2008

কবিতার প্রতি

কবিতা!
তুমি কি আমার সঙ্গী হবে ?
আমার বিষন্নতা ;
নির্জন দুপুরের মত-
খাঁ খাঁ মাঠের মত-
শ্মশাণের মতন শূণ্যতা
যদি তোমায় দিই
তুমি কি রাজি হবে !

কবিতা !
তোমার সরলতা মাখা
দুটি চোখের তারায়
হাড়িয়ে যেতে দেবে আমায়?
যদি বলি, শিশুর মতন
এস আমার বুকের মাঝে
তুমি কি বলবে আমায়
-ছাড় এ পাগলামি !

কবিতা !
মেঘের দেশে, সাগর পাড়ে
মাঠে -ঘাটে, মনটা যখন
ছোটাই তখন আসবে কি গো
চুপিসারে।
নারে নারে নারে বলে
পালিয়ে কোথাও যাবে নাতো !
বলনা আজ নতুন কোনো ছন্দভরে
তোমার ওপর ভরসা কোরতে পারি আমি ।

কবিতা!
শূণ্যতাটা উড়িয়ে দেব
আকাশপথে
কোনো মতেও যাবনা আর ফিরে ঘরে
এখন থেকে তুমি-আমি যদি হই
ছন্নছাড়া, বাঁধনহারা
তুমি কি রাজি হবে!

কবিতা !
বলনা আজ নতুন করে
তুমি আমার সঙ্গী হবে ।

তোমার স্পর্শ

রিণি রিণি সুরে
ঝিনি ঝিনি তালে
চিনি চিনি মনে হয়;

কে তুমি এসেছ
আজ এ দূঃসময় ?
এখন ও আমার হয়নি তো কাজ
এখন ও পায়নি ছুটি ।
সকল বাঁধন এখন ও যায়নি টুটি ;
চঞ্চল ঐ তোমার মনেতে
পেয়েছিলে বুঝি সাড়া -
আমার নয়ন এখন ও রয়েছে
তেমনি চন্দ্রাহারা !

তাই বুঝি এসে
দোলা দিয়ে গেলে প্রাণে !
তাইকি বন্ধু হৃদয় ভাসাও গানে !
হৃদয়ের ভার কেড়ে নিয়ে যাও-
সুরটুকু করে দান
দুর থেকে থাক চেয়ে ,
শিহরন লাগে হৃদয়ের মাঝে
এই পরিচয় পেয়ে ।।

বালম

বিকেলের রোদ মিঠে লাগে ভারি;
এস হে বন্ধু, এস তাড়াতাড়ি;
দেব বহুদূর পাড়ি ।
যান-বাহনের দেখা না যদি মেলে,
হাতখানি দিও এই হাতে ফেলে,
কল্পনা-রথ এখন ও করেনি আড়ি।

রোজ বিকেলের ফিরে ফিরে যাওয়া;
এক একটি দিন সাথে নিয়ে যাওয়া;
পাথর জমায় বুকে ।
হারিয়ে যাবার বাসনা কি শুধু
মিঠে বুলি বলা মুখে !

বন্ধু তোমায় কি নামে যে ডাকি !
স্বপ্ন তোমার কোন চোখে রাখি !
সাথী মোর ওগো কলম-
না জানুক কেউ, না চিনুক কেউ ;
ডাক দিলে ঠিক ঝরনা ঝরাও
কঠিন আমার বালম ।

বিদায় বেলা

কিছু বোলোনা তুমি
কিছু বোলোনা মন;
যদি ভুলতে চাও - তবে
ভুলো এ ক্ষণ ।
যা আসেনা ফিরে
শুধু কাঁদান সুরে
ধাঁধায় মন ,
তাকে ভোলো এখন ।

শেষ করতে চাও যদি
ভাঙ্গ এ খেলা;
ঐ আকাশ পারে
এত রঙের মেলা.
এ যে বিদায় বেলা-শুধু বিদায় বেলা ।

যদি ভুলতে চাও
ভুলো গোধুলি বেলা.
যদি ফিরতে চাও
ফির শূণ্য ঘরে,
ডেকনা ফিরে বিদায় দিয়েছ যারে
যদি ভুলতে চাও ব্যাথা দিয়েছ তাকে
ভুলো আমার এ মন।

যদি ভুলতে চাও
তবে ভুলো এ ক্ষণ ।

Tuesday, January 1, 2008

দাদা-ভাইএর কড়চা

দাদা:

আর বুঝি ফ্রন্টটাকে ধরে রাখা যায়না ,
ক্ষিতি আর অশোকের বড্ড বেশী বায়না ।
ফেমিলিতে বড়দাকে তো মানতে হবে, -তাই না!
কেবল বলে একলা যাব, সিপিএমকে চাইনা.

ভাই:

অনিলবাবু থাকলে হয়ত হতো একটা সুরাহা
বুদ্ধ-বিমান-বিনয় মিলে পারবে মনে হয়না ।

দাদা:

অনিলবাবু থাকলে বেঁচে গল্প হত অন্য,
বুদ্ধ-বিমান-বিনয় থেকে সিপিএম বিপন্ন ।

ভাই:

বলা যায়না, জোতিদাদা আসতে পারে,
বসতে পারে মিটিঙে।
সব ঝামেলা মিটিয়ে দেবে
দেখো একটা সিটিঙে ।

দাদা:

আরে বাবা এত সুখের মন্ত্রীসভায় থাকাটা
ছাড়তে পারলে বলব ওদের
মস্ত বুকের পাটাটা

একলা চলো একলা চলো- অনেকবার তো শুনলাম
না আঁচালে বিশ্বাস নেই -এই তোমাদের বল্লাম ।