Wednesday, April 3, 2013

যে দিন থাকবনা




যে দিন থাকবনা সেদিন ও মনে রেখ এমনি হাসি খুশি
যে রাতের শেষে ঘুম আর ভাঙ্গবে না
সে রাতেও জেন আমি স্বপ্ন দেখেছি ।

যে মুহূর্তে জীবন পেয়েছি
আমার যমজ ছিল সাথে
অন্ধকার মৃত্যুর ছায়াতে,
আলতে ছায়াতে মিলে গানে আর কবিতায়
বিছানা বালিশে মাখা মাখি

কে জেতে কে হারে
উদগ্রীব কবির মন
আলো নাকি ছায়া -

যারই হক জয়
আমার হবে না ক্ষয়
সেদিনে ও আমার ছায়া এমনি উদগ্রীব
গানে ....

জীবন


জীবন
ভাল যখন রাখো -চায়ের টাবিল থেকে
দূর দর্শন,
সাউথ সিটি থেকে বিগ বাজার
ফোরাম নয়তো আইনক্স,
মনটা শুধু ছট ফট করে
এর মানে কি বেঁচে থাকা !
খাওআ শোয়া দোকান বাজার
আর ভাল ছবি-
ভয়ানক এক ঘেঁয়ে ;
মন ছোটে আর কলম কামড়ায়,
আমরা  অসুখী কবি
যেদিন সুখ কেড়ে নাও
জীবন
যখন তুমি ঘার ধাক্কা দিয়ে
ফেল হাসপাতালের খাটে,
আমাকে বা ভালবাসি যাকে-
অথবা অন্তর মহলে জ্বালাও
আগুন হতাশার-
তখন এই মন তোমায় জরিয়ে ধরতে চায়
আমি আজ দুখী কবি
জীবন
ছেড়ে যেওনা আমায়।।