Friday, January 17, 2014

পথ বেয়ে চলে যায়


ঝরা পাতা ধূলি ঝড় সাথে করে নিয়ে যায় ,
বুক খালি করে পথ শুয়ে থাকে;
কেউ আসেনি, কেউ আসবেনা ,
যাকে ডেকে ডেকে মেঘ বৃষ্টি হয়ে গেল ।
তবু  ও প্রথম বৃষ্টিতে স্নান করে হেসে ওঠে গাছ –
পথ তুমি ভুলে জাও নি তো !
আজ তার আসার কথা ছিল ।
না গাছ কিছুই ভুলিনি আমি
কিছু ভুলবনা-
দেখ চেয়ে
সূর্য ডোবার সাথে সাথে-
ধীর পায়ে  এ পথ বেয়ে চলে যায়
নতুন তারারা ছায়া পথে ।
পথের শেষ মিলেছে যে আকাশের গায় ;
কেউ আসেনি কেউ আসবেনা
তারা বলে যায় ।।

Friday, January 3, 2014

কেউ আসবেনা

কেউ আসবেনা

শাশুড়ি মা কে দেখে রিমার পিত্তি জ্বলে যায় ।
তিনকাল গেছে  ,
তবু দেখো সাজের কি বাহার ;
লেখা লিখি বাই;
কি হবে, হ্যাঁ কি হবে !
কেউ তো আসেনি আজো লেখা চেয়ে নিতে ;
স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে।
স্বপ্ন দ্যাখার বয়স যে আর নেই ,
কে বোঝাবে !
শুধু খাতার পাতা্য জাল বোনা ,


কারো আসার প্রতীক্ষায়

দিন গোনা-
বিফল -
হয়না রিমিমা ।।
আমি বুঝি খুব বুঝি ,
তোমার জীবনের অনেকটা পথ বাকী ;
হয়তও বা নেই- কে বলতে পারে !
জীবন তার নিজের ছন্দে চলে ।
কেউ আসেনি কেউ আসবেনা জানি-
তবু ফুরিয়ে যাবার আগে আমি দীপ নিভাবনা ।।