Sunday, May 11, 2014

দুঃখ-বরণ

কে যেন কাঁদে -কেঁদে যায়
কোন খানে কার জন্য
তাও তো জনিনা
তবু কেন তার হাহাকার
প্রতিধ্বনি তোলে -
মন আমার করে হায় হায় !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ঘুম ভেঙ্গে যায় অদ্ভূত ভয়
হাতুড়ি পড়ছে বুকে,
কাকে হারিয়েছি দাঁড়িয়ে রয়েছি ,
বুক খালি করা দুখে ;


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

আমি  যতো দুঃখ পাই
সব ই তোমার জন্য ;
নিজে কে যদি ভালো না বাসি
বাঁচব কিসের জন্য!
আমার ভিতর যে আছে সে
ঠাট্টা করে শুধু,
জীবন নিম ফল যদি বা
তবু ও সে খায় মধু -
দুঃখটা কে হৃদয়ে  ভরে
গান্ভাসী হয় মন,
তুমি আমি কে যে কোথায়
জীবন পরম ধন !
জীবন পথে ছড়িয়ে থাকে
যে পথ বেয়ে চল
চিনতে যদি না পার তো
জীবন বৃথা গেল ,
ভয়টা কে তাই ধাক্কা দিয়ে
রাত কে নাও চিনে
সুখটা থাকুক রাতের জন্য
দুঃখ-বরণ দিনে ।