Sunday, June 1, 2014

আড্ডায় আসরে

অনেকদিন যায়নি কোনো-
সভা সমিতি গল্পের অথবা,
গানের আসরে,
হটাত তাই নিজেকে -
অবাঞ্চিত অনাহুত মনে হলো;
আসরে গল্প মানে আত্ম প্রচার,
ভালো লাগেনা আর
  এ বয়সে ;
কিছু সাজ কিছু সারি কিছুটা বা
সত্যি বিনোদন ,
মন ভেসে চলে যায় বহুদূর
গহন কানন ;
সেখানে পাখির গানে ফুল ফোটা খেলা ,
সেখানে আত্ম মগ্ন  সে ই ছেলে বেলা ,
ফিরে ফিরে আসে ,
ঘাসে ঘাসে ছুটো ছুটি-
একা বা বন্ধু দুটি ,
কাটিয়েছি কতো  না সময় ;
আজো মনে হয় ,
একটা দুটো প্রজাপতি,
চারটে ছটা ফুল ,
একটু খানি ঘাসে ঢাকা ,
জমি অপ্রতুল ,
কেন আর আসে না যে ফিরে ,
আড্ডায় আসরে !