Wednesday, October 15, 2014

মন সন্নাসী হোক

মন খারাপ হয় যখন
নীল্ আকাশে সাদা পাখি ওড়ে ,
মন যেতে চায় দূরে বহু দূরে
পিছনের পানে চেয়ে ,
ফেলে আসা ভালো লাগা
নতুন ফুলের ঘ্রাণ , পুজোর নতুন গান
জীবনের কত আশা
অপূর্ণ ভালবাসা ...
যাবেনা যাওয়া জানি -
সামনের পথ খানি

শুদু একলা হবার দিন
বেঁচে আছি যত দিন
সহসাই মনে বাজে
আগাম বিরহ শোক
জীবন কেন যে দুক্ষের শুধু -
চাই আজ থেকে
মন সন্নাসী হোক .

বিষাদ পাখি

কেনরে বিষাদ পাখি মেঘ হয়ে ঢাকিস আকাশ, তোর নরম গরম বুকে
হাত রেখে
কত না বোঝাই
তবু ঝরে যন্ত্রণা ,মেঘের আড়াল
থেকে উঁকি মেরে যায় ,
সন্ধা বেলায় ,গোলাপী আকাশে
কেন বিদায়ী ভাষণ
শোনালি আমায় ,...
ফিরে আয় ফিরে আয় ফিরে আয় মন
আমার বাগানে আছে যত ফুল
তারা নয় ছিন্ন মূল ,
আজো হাসে তারা আজো গান গায়
সোনালী সবুজ ঘাসে পা রেখে
রুপালি ঝর্ণার ধার ঘেঁষে
নতুন আলোয় ভেসে
চোখের তারায় ,
আয় চলে আয় .

বন্ধন হীন ভালবাসা

কেনো তোমায় সেদিন ছেড়ে এলাম চলে
জানতে চাওনি ! আমি ও বলিনি কিছু
বুকের ভিতর টুকরো টুকরো
ভাঙ্গা স্বপ্নের রাশি
ভালোবাসি ভালোবাসি ;

তখন ফাগুন আকাশে বাতাসে
আগুন ঝরানো ফুলে ফলে ঘাসে...
চুপি চুপি বলে গেছি,
আমার গোপন প্রেমের ছবিটা
লুকিয়ে রেখেছি মনে,
প্রকৃতির অঙ্গনে ,
আজ সে ই ছবি ফিরে পাব বলে
তোর কাছে ফিরে এসেছি ;
বন্ধন হীন ভালবাসা
কত মধুর জানোনা তাই ,
বলিনি তোমায় কেন বারে বারে
আমি ফিরে চলে যাই 

কেন মনে হয়

কেন মনে হয় যে কথা লেখনি তুমি
ভেবেছিলে শুধু
সে কথা ভেসে আসে আমার আকাশে
বহু কাল বহু দেশ ভেদ করে
তাকে চিনি মনে হয় ,
তোমার সে না বলা কথা
কোন সে অজানা সুত্র ধরে
পেয়ে আমার ঠিকানা ...
মন আমার ছুঁয়ে ছুঁয়ে যায়,
কেন মনে হয় সেদিন সে রাতে
যে স্বর্গীয় সুখ ব্যথা হয়ে বেজেছিল
তোমার হ্র্রিদয়ে ,
সে ই সুর বাজে আজ এই প্রাণে
তোমার আশির্বাদ হয়ে ,
অকারণ সুখে সুরের মুর্ছনায়
কেন মকেন মনে হয় যে কথা লেখনি তুমি
ভেবেছিলে শুধু
সে কথা ভেসে আসে আমার আকাশে
বহু কাল বহু দেশ ভেদ করে
তাকে চিনি মনে হয় ,
তোমার সে না বলা কথা
কোন সে অজানা সুত্র ধরে
পেয়ে আমার ঠিকানা ...
মন আমার ছুঁয়ে ছুঁয়ে যায়,
কেন মনে হয় সেদিন সে রাতে
যে স্বর্গীয় সুখ ব্যথা হয়ে বেজেছিল
তোমার হ্র্রিদয়ে ,
সে ই সুর বাজে আজ এই প্রাণে
তোমার আশির্বাদ হয়ে ,
অকারণ সুখে সুরের মুর্ছনায়
কেন মনে হয় ,
নে হয় ,

তোমায় কেবল হারিয়ে পাওয়া যায়

তোমার হাসি চোখের কোনে থাকে
সম্মোহিনী শক্তি অনুভবে
যে বোঝে সে জরায় পাকে পাকে ,
অনুকম্পা ঝুলিয়ে ঠোঁটের কোনায়
অনায়াসে এড়িয়ে চলে যাও
আকুল স্বরে ডেকে বলে সে
যা নিলে তা ফিরিয়ে দিয়ে যাও ;
মুর্খ সে যে জানেনা যা দিল -...
সে তোমারি চোখের কোনায় ছিল
চোখের থেকে বুকের ভিতর
এনে ভেবেছিল
তোমায় বাঁধা যায়
দিন ঢোলে আজ রাত এসেছে নেমে
বুঝেছে সে তোমায় কেবল
হারিয়ে পাওয়া যায়

তোমার অভাব

তুমি চলে গেছ দিয়ে গেছ
তোমার অভাব
ভাবে অনুভবে
সীমা পারাপারে , আকাশে বাতাসে
খুঁজে ফেরে মন ,
ছায়াঘন অরন্যে , পর্ব্বত চূড়ায়
কোন অদ্দৃশ্য কোনায়
প্রকৃতির অন্তরে রয়েছ গোপন...
অধরা অচেনা এক
মুহুর্তের প্রেম -অপ্রেম
মিলে মিশে একাকার
ভিতর বাহির
কোথায় আছ যে তুমি
কোথায় যে নেই,
চলে গিয়ে পূর্ণ করেছ
আমায় - দিয়ে গেছ
অপূর্ণ অনুভূতি
এই জীবনের প্রতি

মাতাল মাধুরিমা

আমাকে চলতে দাও আমার মতন করে
ছন্নছাড়া বাধনহারা পাহাড়ি ঝরনা
যেমন পাথর বেয়ে যায়
সাগর পারে সূর্য ডোবে
রক্তে রাঙ্গা আকাশের গায়ে
উড়তে দাও গাংচিল হয়ে
সে আকাশে ছন্দবিহীন
রক্তিমতায়,...
রেখোনা আমি বন্দী করে
তোমার ছন্দে তালে লয়ে
তুই বলেছিলি আমায় -
সেদিন থেকে ছেড়ে দিলাম
যা উড়ে যা
নেই কোনো বাধা
কোনো আগল নেই
তবু দেখি তুই আমার পথে ই চলিস
ভাবের কথা ই বলিস
ফিরে আসিস হৃদয় মাঝে
মাতাল মাধুরিমায়

জন্মান্তর

জন্মান্তর মানিনা তবু মনে হয়
বহু জন্ম আগে এইখানে
বাড়ি নয় ছিল ধু ধু লাল মাটি
সে মাটির কোলে মাথা রেখে
আকাশের নীলে
মেঘের শুভ্রতায়
বাতাসের বয়ে আনা সমুদ্রের ঘ্রাণে
খুঁজেছি তোমায় ...
তুমি ধরা দিয়েছিলে
স্বপ্নে আমার
সে স্বপ্ন ভেঙ্গে ছড়িয়ে ছিলো যে পথে
সে পথ বেয়ে বারে বার এসেছি ফিরে
ভাঙ্গা মন্দিরে
ইঁটের পাঁজরে
পাইনি খুঁজে
তবু চোখ বুঁজে
খুঁজেছি
তোমায়
যদি আসো ফিরে আরো একবার
স্বপ্নে আমার