Monday, September 15, 2008

আমার আমি


সারাদিন এই গোলামী!
হাঁপিয়ে মরে ,
নিজের ভিতর গুমরে ফেরে
আমার আমি ।
রাত হলে তাই,
যা আছে তার মনের মতন
ভাললাগার স্বপ্ন যত,
তুলির টানে জাগায় তারে।
আমার আমি ।
সঙ্গী-সাথী, কোথায় এখন !
তারা সব নিদ্রামগন
সুখের রাতে ।
তোমাদের পায়না বলে
ভেবনা কো দূঃখী ভীষণ
আমার আমি ।
না পাওয়ার সুখ সে জানে
মনের টানে আসবে ঠিক ই
বন্ধু যত মনের মত
ফিরে ফিরে রোজ দুপুরে ।
দেখবে তারা তুলির এ টান
তখন হাজার কাজের ভিরে
তরঙ্গ সে ছুঁয়ে যাবে
জাগিয়ে যাবে মধুরে সুরে
হৃদয়বীনার একতারা টা
ভাসবে সুখে
আমার আমি ।।

জীবন


জীবন !
তুমি নও দুঃখজাত
তুমি নও বহমান চোরাস্রোত
মাটির গভীরে ।।
তোমাকে খুঁজেছি আমি সূর্য্যের আলোতে
সেই জীবনের ভোরে।
প্রবল প্রেমের শিখা জ্বেলে রেখে প্রাণে
দুরন্ত যৌবনে , লিখেছি তোমার কথা
গেয়েছি যে গান জীবন সায়াহ্নে -
চাঁদের কিরনে আর
প্রাণের ভিতরে ।।
দুঃখ্যের তীব্রতা আর ক্ষতের যন্ত্রনা যত,
বেদনার লাল রক্তে
চুঁয়ে চুঁয়ে পরে ।
সযত্নে মুছি সে রক্ত ;
জানি আছো তাই
রক্ত ধমনী তে ।
মুছে নিয়ে যায় যদি কালো হাত তার,
শত দুঃখ, শত প্রেম পারবেনা ছুঁতে ।
জীবন !
এখন তুমি শুধু যে আমার ।।

আমার বিশ্বাস


একটা দুটো কথা, কিছুটা দীর্ঘশ্বাস
তোমার বুকেও ঝড়
আমার বিশ্বাস ।
তবুও লুকিয়ে রাখা, তবুও থাকা দূরে
ঘাসের বুকে জ্বলে
শিশির রদ্দুরে ।
জানিনা কেন মন, হয়েছে চঞ্চল
তোমার চোখ আজ
করেছে বিহ্বল ।
যদিও যাবে চলে, নেবেনা বুকে টেনে
মন ভরেছে তবু,
জীবন জয়ের গানে ।
এখনও আছ কাছে, আমার নিশ্বাসে
গভীরে আছ ডুবে।
আমার বিশ্বাসে ।
একটা দুটো কথা, সঘন নিশ্বাস
পেয়েছ সাড়া প্রাণে,
আমার বিশ্বাস ।।