Monday, March 30, 2009

আমি গভীর হতে চাই




আমি সাদা মেঘ , হাল্কা বড়, জল নেই মোটে ।

তোমার চোখে এত জল!

ভ'রে দাও, ঢেলে দাও,

আমি গভীর হতে চাই ।

দু-চোখে আমায় কাজল করে নিও ,

আমি তোমাকে নিয়ে যাব

অনেক দূরে, ।অচিন পুরে -

তোমার উদাস দৃষ্টি মেলে দাও ,

বেদনার রক্তে রাঙা পশ্চিম আকাশ

হাতছানি দেয় -

আমি গভীর হতে চাই,

উদাসী বাঁশিতে প্রাণ

করে আনচান ।

আমি সাদা মেঘ, হাল্কা বড়

তোমার সঙ্গীতে ঢাল প্রাণ,

আমায় পূর্ণ করে দাও ।।

দাও হাতে হাত,

এখান, এইখানে আছে স্বর্গ -

মেঘের ওপাড়ে নাই গেলে ,

আমি বট বৃক্ষ

তুমি আশালতা হয়ে আমাকে জড়াও ।

আমি গভীর হতে চাই,

তুমি বেদনার আবির মাখাও ।।



মেঘের জন্য আমি বর্ষা হয়ে যাই


তুমি বৃষ্টি ভালবাস;

আমি ফোঁটা ফোঁটা জলে জীবন ডোবাই,

নোনতা চোখের জলে স্বপ্ন ভাসাই আর

হৃদয় সাগরে ডুব দিয়ে

স্মৃতির মুক্ত কুড়াই,

তুমি বৃষ্টি ভালবাস,

আমি মেঘের আড়ালে থেকে

ঝরণা হয়ে যাই-

টাপুর-টুপুর গানে তোমাকে ভোলাই,

তুমি বৃষ্টি ভালবাস তাই

আমি ঝরনা হয়ে যাই ।

কখোনো বা ঘন কালো মেঘ বেয়ে

প্রবল বর্ষণে পৃথিবী ডোবাই,

তুমি বৃষ্টি ভালবাস,

আমি বর্ষা হয়ে যাই ।


Wednesday, March 25, 2009

তোমার আড়ালে


মনে হল সব কিছু আড়াল করে দাঁড়িয়ে আছ-

দু-হাতে সরিয়ে সব বাধা,

অভয় দৃষ্টি মেলে-

চির চেনা তুমি,

আমি নিশ্চিন্ত, নির্ভয়-

অন্তর থেকে

টেনে এনে, ছোট ছোট সৃষ্টি -

অকিঞ্চিত,

কার জন্য রাখি যে সাজিয়ে ।

আমি শুনি কথা বল তুমি

শিউলি, বকুল, চাঁপা,

গন্ধ ছড়ায় ,

সেই কথা মালা গেঁথে,

উপহার,

কার জন্য রাখি যে সাজিয়ে ।

দূরে ঐ আকাশ ভরা তারা-

হাতছানি দেয়,

মনে হয় এইখানে আছ যেন

একেবারে কাছে,

কাছে-দূরে ভেদ নেই

তোমার-আমার,

মিলে-মিশে একাকার,

ভাবনার রঙে আল্পনা এঁকে

কার জন্য রাখি যে সাজিয়ে ।