Thursday, September 17, 2009

আমার বাগানে

আমার বাগানে
ছিলো ফুল হাসি রাশি রাশি ,
সকাল কখন গেছে চলে
সূর্য এসেছে ঢোলে,
তবুও আকাশ জুরে মেঘের কানা কানি,
ভালোবাসি বড় ভালোবাসি --
ভালোবাসি তারাদের হাতছানি
ভালোবাসি
বৃষ্টির জল , ভালোবাসি
রাত্রির গভীরতা , ভালোবাসি হারাতে যে তল
ফুল চোর আসেনি সে বাগানে আমার
বেঁধেছি যে বেড়া কাঁটা তারে ,
মন জানে সকালের ফুল
ঝরে গেলো কেন অনাদরে.

তাই আজ ছিড়ে বেড়াজাল কাকে যেনো ডাকে বারে বার
আমার হৃদয় .
সেকি তুমি সন্ধা তারা সাথীহারা আছ চেয়ে দুরে
নাকি গুরু গুরু মেঘ দুরু দুরু ভয়ে জাগাও আমায় .

যে হও সে হও তুমি আছ সব জুরে ,সুরে সুরে -
জানাই তোমায়
বরফের শীতল আলিঙ্গন , তপ্ত মরু রাশি ,
যা কিছু পেয়েছি আমি ভালোবাসি বড় ভালোবাসি ..