Thursday, February 6, 2014

কবির জন্য


যখনি তোমার লেখে পড়ি,
মনে হয় কবে যেন দেখা হয়ে ছিল
বহুদূরে
অনন্ত সাগরে । তখন ঢেউ এর সাথে সাথে,
নেচেছিল প্রাণ আর গাংচিল উড়ে ছিল
আকাশের দিকে, দুটি চোখ মিলেছিল ক্ষণিকে
আকাশে-সাগরে ।
তার পরে কত যুগ কেটে গেছে
তবু আমি বসে আছি-
আসবে কি ফিরে,
প্রাণের গভীরে
সেই ভালোবাসা
আশা নিরাশার দোলে
দিন কেটে যায়;
মন করে হায় হায় সে কি এসেছিল !
না হলে এমন করে নাড়া দিয়ে গেল কে যে
প্রাণের পাতায়  ।।


Tuesday, February 4, 2014

গরম ভাতে ঘি

মা কোথায় তুমি ! বড্ড খিদে 
গরম ভাতে ঘি আর একটা কাঁচা লঙ্কা

একটু সবুর করো মনি
একটা আলু মেখে দি .

আমার মা গরম ভাতে ঘি এখনো 
আছেন আমার মেয়ের দিম্মা ;
তবু যেন অনেক দূরের কেউ
অনেক অচেনা !
মা তোমার হাতে মাখা গরম ভাতে ঘি
খেতে আর মন চায়না 
.....

বুকে চাপা কষ্ট নিয়ে দিন কেটে যায় ,
মনের চোখের সামনে কত কিছু ঝাপসা হয়ে আসে 
ছেলে মেয়ে জীবনের আসল জমানো ধন 
দরকারে কাছে এসে পিছন এ দাঁড়ায় 

তাদের কর্ত্যব্য জ্ঞানে জল মিশে নেই ;
মন বড় একা হয়ে গেছে
জীবনের শেষে এসে পিছনে 
তাকালে মনে পরে 
কত কিছু নেই !