তোমায় দেখে দূরে , দুপুরে রোদ্দুরে
গলা শুকিয়ে কাঠ
ভাবছি বলবো কি না !
আর যে পারছিনা !
তোমার প্রেমে ..... আমি তো কুপোকাত ;
এক পা দু-পা এগিয়ে সাহস করে
ভাবছি এবার বলি ,
তোমাকে আমি চাই ,
আমার পুরো জীবনটাই
তোমার নামের একটি গানের কলি !
তোমার সামনে থেমে ,গাড়ির থেকে নেমে
কে ওই সুন্দরী
ধরল তোমার হাত
আমি তো চিত্পাত
কেমন করে এগিয়ে গিয়ে তোমার ও হাত ধরি !
শীত গ্রীষ্ম বর্ষা যায় চলে
যায় ..দিন মাস বছর
আমি এখনো আছি থেমে
সে ই তীর্থস্থানে
আজও আমার মনে তুমি ই আনো ভোর !
তোমায় দেখে দূরে , দুপুরে রোদ্দুরে
আমার.. কবিতা সুন্দরী
তোমার দু হাত ধোরে
তোমায় আপন কোরে ,
শোনায় আমার কথা ..... দিবস বিভাবরী
গলা শুকিয়ে কাঠ
ভাবছি বলবো কি না !
আর যে পারছিনা !
তোমার প্রেমে ..... আমি তো কুপোকাত ;
এক পা দু-পা এগিয়ে সাহস করে
ভাবছি এবার বলি ,
তোমাকে আমি চাই ,
আমার পুরো জীবনটাই
তোমার নামের একটি গানের কলি !
তোমার সামনে থেমে ,গাড়ির থেকে নেমে
কে ওই সুন্দরী
ধরল তোমার হাত
আমি তো চিত্পাত
কেমন করে এগিয়ে গিয়ে তোমার ও হাত ধরি !
শীত গ্রীষ্ম বর্ষা যায় চলে
যায় ..দিন মাস বছর
আমি এখনো আছি থেমে
সে ই তীর্থস্থানে
আজও আমার মনে তুমি ই আনো ভোর !
তোমায় দেখে দূরে , দুপুরে রোদ্দুরে
আমার.. কবিতা সুন্দরী
তোমার দু হাত ধোরে
তোমায় আপন কোরে ,
শোনায় আমার কথা ..... দিবস বিভাবরী