আজ সারাদিন বৃষ্টি বৃষ্টি- মেঘলা আকাশ ভারি,
দূর সাগরে ঝড়ের সাথে মেঘের বাড়াবাড়ি ।
লম্বা যত গাছেরা সব উঠছে ঝড়ে কেঁপে
পাখীর ছানা প্রবল ত্রাসে লুকায় মায়ের বুকে ।
সাগর জলে জেলের নৌকো নাচছে ঢেউয়ের মাথায় মাথায়,
সেই ছবিটা আঁকতে যে চাই আমার মনের সবুজ খাতায় ।
মস্ত উঁচু ঢেউ যেন পাহাড় আসছে তেড়ে
বালির বুকে লুটিয়ে পরতে আসছে ফিরে ফিরে ।
মনের সবুজ খাতা এখন সাগর দিয়ে ঘেরা
তার সাথে ঢেউ বৃষ্টি আর মেঘলা ঘরে ফেরা ।
মনের খোলা জানলা দিয়ে মেঘ ঢুকেছে ঘরে,
মেঘের ভেলায় স-ওয়ার হয়ে মন বেড়িয়ে পরে ।
কোথায় যাবি কোথায় যাবি মনকে ডাকি আমি,
মন যে এখন বাঁধনছাড়া ভীষণ দ্রুতগামী ।
পেড়িয়ে আকাশ পেড়িয়ে পাহাড় মন চলেছে ভেসে ।
কোথায় যাচ্ছে জানতে চাইছ- যাচ্ছে নিরুদ্দেশে ।।
দূর সাগরে ঝড়ের সাথে মেঘের বাড়াবাড়ি ।
লম্বা যত গাছেরা সব উঠছে ঝড়ে কেঁপে
পাখীর ছানা প্রবল ত্রাসে লুকায় মায়ের বুকে ।
সাগর জলে জেলের নৌকো নাচছে ঢেউয়ের মাথায় মাথায়,
সেই ছবিটা আঁকতে যে চাই আমার মনের সবুজ খাতায় ।
মস্ত উঁচু ঢেউ যেন পাহাড় আসছে তেড়ে
বালির বুকে লুটিয়ে পরতে আসছে ফিরে ফিরে ।
মনের সবুজ খাতা এখন সাগর দিয়ে ঘেরা
তার সাথে ঢেউ বৃষ্টি আর মেঘলা ঘরে ফেরা ।
মনের খোলা জানলা দিয়ে মেঘ ঢুকেছে ঘরে,
মেঘের ভেলায় স-ওয়ার হয়ে মন বেড়িয়ে পরে ।
কোথায় যাবি কোথায় যাবি মনকে ডাকি আমি,
মন যে এখন বাঁধনছাড়া ভীষণ দ্রুতগামী ।
পেড়িয়ে আকাশ পেড়িয়ে পাহাড় মন চলেছে ভেসে ।
কোথায় যাচ্ছে জানতে চাইছ- যাচ্ছে নিরুদ্দেশে ।।