Tuesday, December 18, 2007

তোমার জন্য




কতবার, কত জত্নে বাগানের কোনে
ছোটো ছোটো গাছ আমি করেছি রোপোণ।
কত আশা নিয়ে কুড়িটির ঘ্রাণ
আমি করেছি গ্রহণ ।
ঝড় নেই, জল নেই,
নেই বজ্রপাত ।
তবু কার হাত-
চুরি করে নেয় ঠিক
ফোটে যেই ফুল
আমার বকুল ।

অভিমানে তাই আর
যাইনা বাগানে ।
দিইনা তো জল-
আমার বাগান নেই-
সেটা হয়েছে জঙ্গল ।

তুমি আজ ডেকে গেলে ফুল চাই বলে।
মনে ভাবি, যাই তবে সব রাগ ভুলে ।

এসে দেখি একি কান্ড
এ কার বাগান!
এত রূপ, এত রঙ
কে দিল যোগান !

এতো চেষ্টা, এত আশা হয়েছে বিফল ।
আজ দেখি ফুলে ভরা আমার জঙ্গল ।

1 comment:

  1. Asadharon legechhe.AKTA KOTHA AMI PRAI I BOLI:
    SIMPLICITY IS THE ULTIMATE SOPHISTICATION.
    Sei sophistication er porichoy achhe lekhai.

    ReplyDelete