কিছু বোলোনা তুমি
কিছু বোলোনা মন;
যদি ভুলতে চাও - তবে
ভুলো এ ক্ষণ ।
যা আসেনা ফিরে
শুধু কাঁদান সুরে
ধাঁধায় মন ,
তাকে ভোলো এখন ।
শেষ করতে চাও যদি
ভাঙ্গ এ খেলা;
ঐ আকাশ পারে
এত রঙের মেলা.
এ যে বিদায় বেলা-শুধু বিদায় বেলা ।
যদি ভুলতে চাও
ভুলো গোধুলি বেলা.
যদি ফিরতে চাও
ফির শূণ্য ঘরে,
ডেকনা ফিরে বিদায় দিয়েছ যারে
যদি ভুলতে চাও ব্যাথা দিয়েছ তাকে
ভুলো আমার এ মন।
যদি ভুলতে চাও
তবে ভুলো এ ক্ষণ ।