তুমি,
শুধু তুমি
চলে এস বারবার;
ভেঙ্গে ফেলে রুদ্ধ দূয়ার।
মাটি ফুঁড়ে, আকাশের বুক চিরে
সমুদ্রের তলা থেকে চলে এস ফিরে।
আগুনের কাছে । জ্বলে পুড়ে শেষ হয়ে যাক
যত আছে আশা। বুক জুড়ে শুধু থাক, থাক
ভাল্বাসা। বেদনা-বিধুর। রক্তের রেখা
দিয়ে লেখা থাক নাম তার- এই বুকে,
হে প্রিয়, তোমার চোখে যেন না
থাকে যন্ত্রনা । চাই না
সান্ত্বনা ।শধু বোলোনা
অমন করে,
বোলো-না
যাই ।