এত যে চাই তাই
যাইনা কাছে, পাছে ওনিচ্ছাতেও
প্রকাশ করি - অপ্রকাশকে।
যাকে আমি রাখতে চাই ধরে
শুধুই আমার প্রণয়-বাসর ঘরে ।
বাইরে এনে তাকে, ফেলে ধুলোর পরে
মলিন আমি করবনাতো
যে আছে অন্তরে ।
জানি আমি আছি তোমার ঘরে
তুমি যেমন আছ আমার -এ অন্তরে ।
থেকো তুমি এমন ভাবেই
ইচ্ছা হয়ে আমার সকল জুড়ে-
আমার জীবন-গানের সুরে ।।
যাইনা কাছে, পাছে ওনিচ্ছাতেও
প্রকাশ করি - অপ্রকাশকে।
যাকে আমি রাখতে চাই ধরে
শুধুই আমার প্রণয়-বাসর ঘরে ।
বাইরে এনে তাকে, ফেলে ধুলোর পরে
মলিন আমি করবনাতো
যে আছে অন্তরে ।
জানি আমি আছি তোমার ঘরে
তুমি যেমন আছ আমার -এ অন্তরে ।
থেকো তুমি এমন ভাবেই
ইচ্ছা হয়ে আমার সকল জুড়ে-
আমার জীবন-গানের সুরে ।।