Friday, April 11, 2008

শূণ্য্য


শূণ্যতা
এত অপূর্ণতা কেন
জীবন জুরে থাকে?
খুঁজব কোথায়
কেমন করে পাব তাকে,
আকাশ ভরা সূর্য তারার
ফাঁকে ফাঁকে
যে পূর্ণতার আভাস মেলে
সব ফেলে আজ
তাকেই শুধু খুঁজি।
এ কেমন খেলা
মন আমার
তুমি খেলছে বল দেখি।
শূণ্য কে আজ পূর্ণ
বলে হচ্ছে মনে।
বনে বনে
পাতায় পাতায়
ফুলে ফলে
জলে স্থলে
কে যেন ডাক দিচ্ছে
আকুল স্বরে
শুণ্য হৃদয়
কার প্রেমে আজ
ভরল এমন করে !