সে আসছে!
কত আশা , কত বিশ্বাস, কতোনা ভালবাসা
তোমার হৃদয় জুড়ে আছে ।
আগু পিছে নেই কেউ, তবু ঢেউ দেয় দোলা।
আমার হৃদয় জলে ভাসছে ।
কোন চোখে তুমি তাকে দেখ বন্ধু
কোন চোখে রাখ !
কোন উষ্ণ পেলবতা দিয়ে তুমি
তোমার প্রেমের ছবি আঁকো !
পুবের আকাশে তাকে দেখেছ কি কোনোদিন ভোরের সোনালি রং মাখতে !
মেঘের আড়ালে থেকে ডেকেছে কি ভালোবেসে
খেয়ালি সাতটি রং বুনতে !
বিকেলে সে অধোমুখে গোলাপী আঁচলে মুখ ঢেকে ,
দেখেছে কি ফিরে ফিরে,
পেরেছো কি তার কথা শুনতে ?
রাতের আগেই সে কি ঝরে গেছে -
পরে আছে পথে !
দেখেছ কি তাকে ফিরে যেতে !
তোমার হৃদয় তার পেয়েছে কি দেখা ,
বাড়িয়েছ হাত কোনোদিন,
যে হাতের ছোঁয়া লেগে মালা থেকে ফুল গেছে ঝরে ।
শুধু কাঁটা দিয়ে ,
গেঁথেছ কি মালা !
অবাক বিষ্ময়ে ,
বেদনার লাল রক্তে করেছ কি স্নান !
তবুও অম্লান ঐ প্রেমিক হৃদয় করেছে যে জয় ,
জলে স্থলে অন্তরীক্ষে শুধু দেখে আলো ,
যে আলোর পথ বেয়ে
ভেসে আসে প্রেম
তোমার জীবনে ফিরে ফিরে,
নতুন আলোয় দেখ ভাসছে,
সে আসছে ।।