অরন্য, পর্ব্বত, সাগর জল পার হয়ে
যেদিন তোমার দেখা পেলাম,
তুমি ছিলে প্রথম দিনের সূর্য্যের আলো থেকে শেষ বিন্দু জলে ।
রাতের আঁধার আর অরন্যের নিঃশব্দ সংকেতে,
ওতপ্রোতো মিশে ছিল
তোমার নিঃশাস ।
ভালোবাসা ফেলে এসেছিলাম মাতৃক্রোড়ে,
সহোদরের কোমল হৃদয়ে ফুটেছিলে শতদল মেলে,
সব ফেলে উর্ধশ্বাসে
খুঁজেছি তোমায় আসে, পাশে, সবখানে
বুঝিনি তো হৃদয়ের এক কোনে বসে আছ
শান্ত, সমাহিত ;
নীরব বিঃশ্বাসে ।