অরন্য, পর্ব্বত, সাগর জল পার হয়ে
যেদিন তোমার দেখা পেলাম,
তুমি ছিলে প্রথম দিনের সূর্য্যের আলো থেকে শেষ বিন্দু জলে ।
রাতের আঁধার আর অরন্যের নিঃশব্দ সংকেতে,
ওতপ্রোতো মিশে ছিল
তোমার নিঃশাস ।
ভালোবাসা ফেলে এসেছিলাম মাতৃক্রোড়ে,
সহোদরের কোমল হৃদয়ে ফুটেছিলে শতদল মেলে,
সব ফেলে উর্ধশ্বাসে
খুঁজেছি তোমায় আসে, পাশে, সবখানে
বুঝিনি তো হৃদয়ের এক কোনে বসে আছ
শান্ত, সমাহিত ;
নীরব বিঃশ্বাসে ।
Tuesday, December 2, 2008
আর কত দূর
কতটা দূরে আছ তুমি
কতটা দূরে আশা !
আঁধার যেন জীবন জুড়ে
মরন ছুঁয়ে আসা ।
তোমার নামে অস্ত্র ধরে ।
জীবন চিড়ে রেখে -
হাজার মানুষ খুন করে সে
আল্লা নামে ডাকে ।
দাও কি সাড়া তাদের ডাকে
ছুঁয়েছ তাদের মন ?
তুমি কি তবে মৃত্যুর দুত-
দাও না জীবন !
আমরা যে চাই শান্তি-
চাই জীবন তোমার কাছে-
জীবন শেষের নৌকো তো এই ঘাটেই বাঁধা আছে ।
কেন তবে এই আয়োজন-
আগুন, ধোঁয়া কালো-
শয়তানের হাতে কেন
তোমার আশিস ঢালো ।
কোরান করে অপবিত্র-
খোদাকে বদনাম !
আর কতদিন থাকবে দূরে
এমন মৃয়মান ।
Subscribe to:
Posts (Atom)