Sunday, January 29, 2012

নারী তুমি কে



   


আমি শক্তি, আমি সৃষ্টি আমি কামনার উৎস মুখে থাকি
আগ্রাসী ক্ষুধা জঠরে আগুন জ্বালি সমগ্র বিশ্ব ধরে রাখি,
কাল-ব্যাপী, দিক-জয়ী লোলুপ রসনা আমার
মোহ-মায়া বিছায়ে রাখে পথে
ধরা পরে সেথায় পাতকী ।।

আমি দয়া, আমি মায়া  আমি মমতাময়ী নারী ,
আমার ছায়ায় এসে ভিক্ষা করে শান্তির বারি
সমগ্র পুরুষ জাতি সন্তান আমার
কন্যা, ভগিনী, মাতা আমি
আমি সন্তান জঠরে ধরে রাখি      

দৌড়


ছেলেটা দৌড়ায়, আরও আরও আরও জোরে
কোথাও পৌঁছাতে হবে তাকে
কাক ভোরে উঠে রোজ চলেছে সে ছুটে ,
নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন আরো কত কিছু ,
ধীরে ধীরে দিন ঢলে, সূর্য যায় অস্তাচলে ,
আকাশটা ডেকে বলে আরো একটা দিন শেষে
রাত এসে গেল । পেয়েছ কি যাকে   চেয়েছিলে
না আকাশ আমার চাওয়ার শেষে
হাতছানি দেয় এসে কেউ দূর থেকে ,
থামতে পারিনা তাই ,
আরো আরো ছুটে যাই ,
যদি দেখা মেলে ।
রাত আসে চাঁদ হাসে
তারার চাদর দেয় মেলে ।
রাত যায় দিন আসে,
সৃষ্টির আদি-অন্তে ,
সময়ের সীমা-হীনতায়
মানুষ দৌড়ায় ।।

Wednesday, January 25, 2012

অনুকম্পা




আহা বেচারা !
বলছ নাকি আমায় !
ভুলেও ভেবনা আমি অসহায় !
বসে আছি কে কোথায়
বন্ধু-বান্ধবেরা !!

আমার আকাশ নয় কান্না ঝরা
রোদ, বৃষ্টি, ঝড়ে
থাকে সোজা মাথা উঁচু করে
এমনি অশ্বত্থ গাছ
থাকি একা শিকড়ে বাকরে
মাটির উপর ।।

ভাবছ কি কষ্টে আছি কিনা
আমি আছি সুখে
এক টুকর মাটি ঘিরে
শক্ত মাটি বট গাছ, অশ্বত্থ তলায়
ঘাস-ফুল, লতাগুল্ম  নয় আমার ঠিকানা

আহা একা অবলা নারীটি
থাম থাম এইখানে থাম দেখি
একা থাকি,
দল বেঁধে শিয়ালের মত ,
হায়েনা বা নেকড়ে চলে জানি
শুনেছ কি বাঘ, সিংহ
ভিড়তে চায় নেকড়ের দলে!
তাই হাসি আমি-
কেউ যদি আহা একাবলে ।।

আমি ঠিক কিনা
নাকি ভুল করে যাই
সে বিচার চাইনা তোমার কাছে ,
ঠিক, ভুল নিজে বুঝতে চাই
আহাশব্দটাকে
ছুঁড়ে ফেল যতদূর যায়
যদি বন্ধু হতে চাও-
অনুকম্পাটাকে পায়ে দলে যাও ।।

পঞ্চায়েতি, দল বেঁধে গ্রাম্য বিচার
নেই দরকার
ন্যায়-অন্যায় মানুষের তুলাদণ্ডে
সম্ভব নয়
ঠিক কিনা মনের আয়নায় দেখে নাও ।।

Friday, January 20, 2012

ঘৃণার প্রাচির


হিংসা আর ঘৃণার প্রাচীর
এত উঁচু তোমার ভিতর
প্রান্ত-রেখা বা রক্ষীর
প্রয়োজন কোথায় ?
আমার একটি রক্ষী যদি
তোমার একটি চোর মারে –
নৃশংস নির্বিকারে
নীচতার সীমা-হীনতায় !
তোমার সহস্র হিংস্র পদাঘাত
আমার সমস্ত জাতির
লক্ষে ছুঁড়ে দাও
কি ভয়ানক উন্মত্ততায় ।
একবারটিও ভাবনা তুমি
একটি-দুটি হিংস্র রক্ষী নিয়ে
হয়নি সমগ্র এপার বাংলা ।
মনে হয় তুমি যেন বসেছিলে
পথ চেয়ে কবে কোন ক্ষণে
ঘৃণিত এপার-বাসী
করে অপরাধ –
খুলে দিতে
তোমাদের মনের ভিতরে
বসে থাকা হিংসার বাঁধ ।
ভুলতে পেরেছ পরিপূর্ণ ভাবে –
একদিন সাহায্যের হাত
আমরাই দিয়েছি বাড়িয়ে ।
সেই হাত আজ যাও সজোরে মাড়িয়ে ,
জানিনা সে কোন অদৃশ্য ঘৃণায় ।
এবার-ওপার ঘিরে ভ্রাতৃত্বের বন্ধন
কেন আজ গেল হারিয়ে ।।

Tuesday, January 17, 2012

সাফল্যের গর্ব




আমার ছোট বেলার পরীক্ষাতে
প্রথম হওয়া, নাচের মেডেল ,
আমার আঁকা ছবি ।।
সব কিছু পার হয়ে-  কি হয়েছি আজ
সে ই কথাটাই সত্য পৃথিবীতে
যত ই রিপোর্ট, মেডেল, ছবি
চোখের সামনে ধরি
ছুঁড়ে ফেলতে ইচ্ছা করে দেয়ালের সব ঘড়ি ।।

যায়না যাওয়া ফিরে পিছনেতে ,
পাওয়া যায়না গর্বে ভরা দিন ;
জীবনের সেই রঙ্গিন স্মৃতির
মনেও দিই না স্থান
ঘরের কোনায় বসে বসে খুলে খুলে দেখা ,
ফেলে আসা কিছু রিপোর্ট কার্ড ,
আজকের এই দিনের জন্য সময়টা বরবাদ

আমার মনের গভীর অন্তঃস্থলে
সব ছবি ঠিক তেমনি আছে জানি
চাইলে আমি ফিরিয়ে আনতে পারি ,
কোনদিন যদি তারা দেয় হাতছানি
পৃথিবীতে কিছুই শেষ হয় না  একেবারে
একের থেকে অন্য রূপ পায়
রিপোর্ট কার্ড হারিয়ে গেলে 
দুঃখ নেই মনে আজকে আমি সফল কিনা,
তাই জানা দরকার ।।

Monday, January 16, 2012

কল্পনার দেশ


কালকে রাতে স্বপ্ন-রথে গিয়েছিলাম দূর দেশে,
ভাবনা যেথায় পাখনা মেলে ফুলের গন্ধে মেশে
গাছেরা সব কথা বলে বন্ধু-লতার সাথে,
ফুল-গুল গান শোনায় জান সকাল, দুপুর , রাতে
এমনি এক আজব দেশে গিয়েছিলাম হাওয়ায় ভেসে
স্বপ্ন রথে চড়ে
তোমরা যারা যাবে এস আমার ঘুমের ঘোরে
সেই দেশেতে আকাশেতে রামধনুকের গায়
সাতটি রঙের হাসির ধারা সাদাই বয়ে যায়
সূর্যি-মামা, চাঁদামামা আর তারা আছে যত
গল্প শোনায় যেমনটি চাও তোমার মনের মত
কত রঙের পাখি নাচে গাছের ডালে ডালে,
কে কে যাবে সংগে আমার এইবারে দাও বলে
সেই সে দেশের খুশি মেশে রোদ বৃষ্টি ঝড়ে
কালকে রাতে গেলাম যেথায় স্বপ্ন রথে চড়ে
সে দেশেতে পাহাড় আছে আছে নদীর জল
বাঘ-ভালুকের সাথে সেথায় খেলে হরিণ দল
নাইরে সেথায় ঝগড়া-ঝাটি
সেথায় নাইকো কান্নাকাটি
সে দেশ খুশির রঙ্গে ভরা ,
কে কে যাবি সংগে আমার
বলনা রে ভাই তোরা

দুষ্টু মিষ্টি


এক যে ছিল ছোট্ট মেয়ে নামটা যে তার মিষ্টি
দেখতে যেন মোমের পুতুল গ্রীষ্মকালের বৃষ্টি ।
দুষ্টু ছিল তারই যমজ –দেখতে নয় কো ভাল
বুদ্ধিটাও যে বোকার মতন রঙ টা আবার কালো ।
বাবা-মায়ের আদরের ধন চোখের মনি মিষ্টি
আর একটি মেয়ে এমন কেন একি অনাসৃষ্টি
ভাল জিনিস মিষ্টি পাবে মিষ্টি খাবে আগেতে
আর যা থাকার বেঁচে-বর্তে দুষ্টু পাবে ভাগেতে ।
 বাবা-মা তে বেড়াতে যায় মিষ্টি চলে সাথেতে
দুষ্টু যদি বায়না ধরে গাঁট্টা পরে মাথাতে ।
এমনি করে দুই বোনেতে বাড়তে থাকে ধীরে ধীরে
দুষ্টুর মন বিঁধে থাকে অনাদরের তিরে তিরে ।
বর্ষাকালের এক দুপুরে বাড়ির চাকর রাজকুমার
আছাড় খেলো এমন জোরে ভাঙ্গল যে তার পায়ের হাড়।
পরের দিনে মায়ের গায়ে কোথা থেকে এলো জ্বর
বিপদ দেখে মিষ্টি যেন দেখল চোখে অন্ধকার ।
কেই বা দেবে ভাতটা বেড়ে কেই বা করে রান্না
মামার বাড়ি যাবে বলে মিষ্টি ধরে কান্না ।
কাছে এসে আদর করে দুষ্টু বলে করুণ স্বরে-
মাগো তোমার কোথায় কষ্ট- কেমন করে ধরল জ্বরে !
ডাক্তার রোজ বসেন যে ঐ পাশের বাড়ির দোকান ঘরে
যাব কি মা ছুট্টে আমি, আনব কি মা তাকে ধরে ?
মা ভাবেন কেমন করে এমন পাষাণ ছিলাম আমি –
কত দুঃখ দিয়েছি যে জানেন কেবল অন্তর্যামী।
বুকে ধরে বলেন মানিক তুই যে আমার রত্ন
কোনোদিনই তোকে আমি করিনি তো যত্ন ।
পাশের ঘরে বসে বাবা শোনেন  সব ই নিজের কানে
ভগবান আছেন ঠিকই ভাবেন তিনি মনে মনে ।
বাবা মায়ের স্নেহের ধারা সমান ভাগে  করে
দুটি মেয়ের ছোট্ট জীবন আদরে দেন ভরে।
দুষ্টু মিষ্টি দুই বোনেতে ঘর করেছে আলো
বাইরের রূপ নাই বা থাকুক- মনের আলো জ্বাল ।

Friday, January 13, 2012

ছড়া




শুনতে চাইছে ছড়া- বেপাড়ার এক ছোঁড়া ,
বয়স নয় বেশী,  বড়ই হাসি-খুশি ।
ডেকে বলি তারে, এস পথের ধারে ।
এই যে ছোলা ভাজা, তার সাথে নাও খাজা ।
পেট ভরে খাও ভাই, সময় বেশী নাই ।

রাত নামবে, আঁধার হবে, শীতের চাদর গায় ;
ধরবে ঘিরে   আস্তে-ধীরে ভুতেরা মায়-পোয়ে ।

এ পাড়াতে খালের ধারে, লম্বা ঘাসের ডগা ,
দুলিয়ে মাথা ডাকবে তোমায় দিস না মনে দাগা ,
বহুদিন খাইনা কিছু তাইতে রোগা কাঠি ,
ভয় পেয়ে তুই যাসনা ভেগে রাতটা করে মাটি ।

ওদের ডাকে দিসনা সাড়া, বলছি তোকে ভাই ;
আয় কাছে আয়, ওদের তো আর ছড়া জানা নাই ।

আমিও থাকি খালের ধারে শ্যাওড়া গাছের মাথায় ,
নানান ছড়া লিখে রাখি গাছের পাতায় পাতায় ।
আয়না কাছে , বস এখানে শোনাই তোকে ছড়া
ওমা একি পালাস কেন বেপাড়ার তুই ছোঁড়া ।

বলছি এত ভয় নেই কো তবুও পালাস ছুটে ।
ধরতে পারলে মটকাব ঘার সন্দেহ নেই মোটে ।।

মনের মানুষ পনের বা পঞ্চাশে


মনের মানুষ পনের বা  পঞ্চাশে
মনের বাগানে ফোটা  গোলাপটি যেন
না-পাওয়ার ব্যথা বাজে গোলাপ-কাঁটায় ;
গোলাপের গন্ধে-রূপে হৃদয় হারায় ;
হাতে পেলে একে একে
পাপড়ি ঝরে যায় ।।

মনের মানুষ পনের বা পঞ্চাশে
মনের আয়নায় ধরা প্রেমিকের ছায়া
ধরা পরে বাহু-পাশে,
রাত্রি দিন সহবাসে,
বিমূর্ত প্রণয় যদি দেহ খুঁজে পায়
দেহের আড়ালে প্রেম কোথায় হারায়

পনেরতে মন  বড় কোমল বিশ্বাসী
বেল-কুঁড়ি যেন, সদ্য ফোটা যুঁই হয়ত বা
ভালবাসা হতে ধরতে চায়
এখানে সেখানে মন
মনের মানুষ খুঁজে পায়

বারে বারে স্বপ্ন ভাঙ্গে চূড় চূড় হয়ে-
খুঁজে ফেরে আপন জন ,
আপন অন্তরে দেখা অরূপ রতন
সে কি জানে সেই রূপ
ক্ষণিকের মায়া মাত্র
হৃদয়ের ছায়া

সে বোঝেনা চির কাল অন্দরমহল
নিজের ই তো থাকে
হন্যে হয় খোঁজে যাকে ,
সে নেই অন্য কোন ঘরে ,
সে আছে সেখানে সেই তারই অন্তরে
প্রকৃতি-পুরুষ যেন এক সূত্রে বাঁধা
পঞ্চাশে এসে তবু কেন মনে ধাঁধা
কেন তাকে পায় না সে খুঁজে
একবার চোখ বুজে নিজের অন্তরে
চেয়ে দেখে যদি, সেখানে রয়েছে বসে
দু-হাত বাড়িয়ে
রয়েছে সবিতা
শুরু হয় শেষের কবিতা ।।

Sunday, January 8, 2012

দেখা




অন্তর থেকেই দেখি শুধু তাকে
ভালবেসে প্রশ্রয়ের চোখে
তার কোন ভুল ত্রুটি দেখেও দেখিনা ;
মনে হয় সব খুশি তার জন্য থাকে ।।
তার অতি ক্ষুদ্র দুঃখটুকু
ভারি হয়ে ঝন ঝন বাজে
তারি জন্য জমা আছে অনন্ত করুণা
ভুল নেই তার কোনও কাজে ।
সব পাওয়া তার হওয়া চাই
জীবনের সব কিছু থেকে
পরমাত্মীয় সেই দেহ
সে যে আমিতাই ।।

একবার যদি দেখা যেত
আমাকেঅন্যের চোখে !
একটিবার যদি যাওয়া যেত
অন্যের বুকে ;
বোঝা যেত কত খানি ভাল আমি
কতখানি মন্দ স্বভাব
জীবনের অমূল্য দান-
করেছি কি সদ্ব্যবহার
ভিতরের দৃষ্টি মায়াময়
দোষ কিছু পরে না যে চোখে
সূর্যের চোখে দেখা গেলে
বোঝা যেত কি যে বলে লোকে ।।

Saturday, January 7, 2012

কাগজের কম্বল


কাগজের কম্বলে ঢাকা শহুরে মানুষ,
এক পা বাড়ায় এক পা পেছায় ,
শীতের দিনেও গরম তাদের
অহংকারের ওম মাখা গায়

মেঘের পালকে ঢাকা তাদের আকাশ,
খুশির ডানায় উড়ে চলে
বড় বেশী পেয়ে গেছে জীবনের কাছে,
দণ্ডে দণ্ডে পলে পলে ।।

কাগজের বিনিময়ে খুশী কিনে আনে,
মাটির সাথে নেই যোগ ;
পাহাড়, জংগল, নদী , নালা !
বই এর পাতায় করে খোঁজ

মেঘের সাথে মন ফেরারি হয়না আর ,
কবিতায় ওড়েনা আঁচল ,
দোকানে , দোকানে ঘোরে ফেরে,
চোখে মাখে রূপালী কাজল ।।

কাশফুল দোল খায় আপন খেয়ালে ,
দোয়েল পাখিটা গান গায়
বড় বড় ঢেউ উঠে আছড়ে পড়তে দেখি
একা আমি বালুকা বেলায়

বাবা-মা, ভাই-বোন,মাসী পিসি যত,
সমাজের উঁচু-নিচু ধাপে
সমানে সমানে হয় আদান প্রদান ,
মেলাতে হয় যে খাপে খাপে ।।

বুড়ি ছুঁয়ে চলে যায় শহুরে মানুষ
ধার করা সময়ের গুনে
সেখানে সবার আগে ব্যবসায়ী মন ,
বসে থাকি আমি কাল গুনে ।।