Sunday, January 8, 2012

দেখা




অন্তর থেকেই দেখি শুধু তাকে
ভালবেসে প্রশ্রয়ের চোখে
তার কোন ভুল ত্রুটি দেখেও দেখিনা ;
মনে হয় সব খুশি তার জন্য থাকে ।।
তার অতি ক্ষুদ্র দুঃখটুকু
ভারি হয়ে ঝন ঝন বাজে
তারি জন্য জমা আছে অনন্ত করুণা
ভুল নেই তার কোনও কাজে ।
সব পাওয়া তার হওয়া চাই
জীবনের সব কিছু থেকে
পরমাত্মীয় সেই দেহ
সে যে আমিতাই ।।

একবার যদি দেখা যেত
আমাকেঅন্যের চোখে !
একটিবার যদি যাওয়া যেত
অন্যের বুকে ;
বোঝা যেত কত খানি ভাল আমি
কতখানি মন্দ স্বভাব
জীবনের অমূল্য দান-
করেছি কি সদ্ব্যবহার
ভিতরের দৃষ্টি মায়াময়
দোষ কিছু পরে না যে চোখে
সূর্যের চোখে দেখা গেলে
বোঝা যেত কি যে বলে লোকে ।।

No comments:

Post a Comment