Thursday, January 21, 2010

প্রেম যখন অবৈধ



অবৈধ,

তাই এত আকর্ষণ,

শুধু দূর থেকে দেখ ,

তাই চাও বন্ধন ,

আমার প্রতি প্রেম নেই ,

প্রেম আছে অন্তরে তোমার

কল্পনার সাথে ,

যদি কাছে পাও

চাইবেনা আমাকে আর ,

সে দুঃখ অপার- তোমার আমার ,

তার চেয়ে এই ভাল

আশার প্রদীপ জ্বাল ,

কর তপস্যা ,

ভিক্ষা চেয়ে ফিরনা আমার কাছে ,

বিরহ-বেদনা ভার লাগে ভাল ,

যতদিন আছে দূরে ,

যদি আস অন্তঃপূরে ,

পাবেনা আমায়

বাহির থেকে দেখো আমায় ,

স্পর্শ কোরো সুরে ।।

Wednesday, January 20, 2010

কেবল আমার ভালবাসা



দূরের থেকে হঠাত দেখলাম

সেও দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে ;

তার এই অসময়ে আসা কেন ,

এ নিয়ে আমার ভাবনা যেন ,

নিভে যাওয়া প্রদীপের জ্বলবার আশা ।

এর নাম ভালবাসা নয় দু-জনার ,

প্রকৃতির মাঝে প্রেম কুঁড়ি হয়ে থাকে ,

মাঝে মাঝে অসময়ে

অঘোষিত তার আগমন ,

শিহরণ তুলে যায় চলে ,

রেশ রেখে যায় ,

মনে হয় এই বেশ ,

তার এই মাঝে মাঝে আসা ,

যার কোনো নেই দায়,

কেবল আমার সেই ভালবাসা ।।


Monday, January 18, 2010

প্রতারক


তোমাকে বিদায় করে এসে দেখি ,

অশ্রু হয় ঘিরেছ আমায় ।
সানাইয়ের সুরে সুরে রক্ত ঝরে পরে ,
বুকের রক্ত মেশে লাল চেলি -জোড়ে ।
গোধুলিএর রঙে রাঙা গোলাপি আকাশ ,
প্রতিচ্ছবি ফেলেনি এখানে ,
এই বুকের ভিতর ।
নীল বিষ ব্যাথা ঠেলে ঠেলে ওঠে ,
।চোখে, মুখে, ঠোটে ,
কুমকুম চন্দন ফোঁটার আড়ালে ,
রঙ মাখা মুখে আর গালে ।
বেনারসী সারী গায়ে বউ হয়ে বসি ।

জীবনের নতুন প্রভাতে ,
প্রতারক আমি ,
উপহার দিতে তাকে ,
এ হৃদয় বাসী ।

Friday, January 1, 2010

রক্ষক - ভক্ষক

আধুনিক মাটি, আনবিক ব্যাধি ভরা,
জরার্জীন গাটি, আঁকা বাঁকাশিরা,
কালেরে লন্ডভন্ড, করেছে এ কি কান্ড
কঙ্কাল করেচে মানুষ,
ভাল ছিল গান্ডীব ধণুষ ।
আত্মীয় কাকে বলি, আত্মা নেই আর ।
আছে শুধু বুভুক্ষুর আর্ত হাহাকার ।
অরে মহাকাল তোর ললুপ রসনা
ফেলে রেখে গেছে কেন জীর্ন বাসনা !
চিতা জ্বলে দূরে আমি সমুখে দাঁড়ায়ে,
চেয়ে চেয়ে দেখি বিশ্ব কি ভাবে হাড়ায়
দয়া, মায়া, ক্ষমা , প্রেম, বিশ্বাস সততা,
দূষণে ঘিরেছে প্রাণ, শুধু চাই যে ক্ষমতা ।
মার, কাটো , শেষ কর, কর বলাতকার ,
কন্যাসম ! তাতে বল যায় আসে কার !
মিথ্যা বোঝার ভার নিয়ে দেহ ঘিরে
নগ্ন অন্তরে দেখ পশু বাস করে ।
ফিরে নাও ফিরে নাও ফিরে নাও এরে,
অট্টহাস্য বিদ্রূপের আছে শুধু ঘিরে ।
বিচার কে করে, কাকে নালিশ বা করে,
পশুর অধম জীব পুলিশের ঘরে ।
এই যদি সভ্যতা, চাই না তা আর,
টেনে আন পথে ওকে
চাই অসভ্য বিচার ।।