হ্যাপি নিউ ইয়ার আসছে শুনছি-
সেটা কি ভাবে আসে রে দাদা-
এলেই বা কি হয় !
ওমা সেত প্রতি শীতেই আসে ,
দেখিস না কত আলো, গান ,
কত খাবারের বাক্স ফেলা হয়,
এইখানে , এই ফুটপাথে -
সে সব বাক্সের গন্ধ চেটে খেলি গতবার ।
কি মজারে দাদা
এবারেও সে আসবে আবার !
গেলবার আমার বাক্সে, দাদা এক টুকর কেক ছিল,
বলিনি কারুকে ;এত লোভ হল,
দাদা, ভাগ দিই নি রে তোকে ।
তবে বলি শোন প্রায় প্রতি বাক্সেই
কিছু কিছু খাবার ফেলা যায় ,
কেউ কিছু বলিনা আমরা ,
যে পায় সে খায় ।
কেন রে দাদা, এরা খাবার দেয় ফেলে ,
আমাদের ডেকে দিলেই তো পারে,
ক্ষিদে না পেলে ।
ক্ষিদে, তেষ্টার ওরা কি বোঝবে বোকা ,
ওরা সখ করে খায় ।
শুনেছি সব টুকু খেয়ে নিলে ওদের নাকি
সন্মান চলে যায়।
সন্মান মানে কি রে দাদা,
সে কেন চলে যায় ?
তাকে তো কোনো দিন ও দেখিনি রে চোখে ,
তোকে কি করে বঝাই ।
সেটা কি ভাবে আসে রে দাদা-
এলেই বা কি হয় !
ওমা সেত প্রতি শীতেই আসে ,
দেখিস না কত আলো, গান ,
কত খাবারের বাক্স ফেলা হয়,
এইখানে , এই ফুটপাথে -
সে সব বাক্সের গন্ধ চেটে খেলি গতবার ।
কি মজারে দাদা
এবারেও সে আসবে আবার !
গেলবার আমার বাক্সে, দাদা এক টুকর কেক ছিল,
বলিনি কারুকে ;এত লোভ হল,
দাদা, ভাগ দিই নি রে তোকে ।
তবে বলি শোন প্রায় প্রতি বাক্সেই
কিছু কিছু খাবার ফেলা যায় ,
কেউ কিছু বলিনা আমরা ,
যে পায় সে খায় ।
কেন রে দাদা, এরা খাবার দেয় ফেলে ,
আমাদের ডেকে দিলেই তো পারে,
ক্ষিদে না পেলে ।
ক্ষিদে, তেষ্টার ওরা কি বোঝবে বোকা ,
ওরা সখ করে খায় ।
শুনেছি সব টুকু খেয়ে নিলে ওদের নাকি
সন্মান চলে যায়।
সন্মান মানে কি রে দাদা,
সে কেন চলে যায় ?
তাকে তো কোনো দিন ও দেখিনি রে চোখে ,
তোকে কি করে বঝাই ।