Monday, February 29, 2016

মধুরের সংগীতে




হৃদয় খুঁড়ে বেদনার বারি
খোঁজো তুমি- মরু ভুমি অন্তর,
তুমি পাওনি খবর,
কোথা জলাসয় বৃষ্টি বাদল,
মেঘপাখিদের দল,
কার চোখের তারায়
দৃষ্টি হারায় ,ভ্রু-ভংগিমায়
নাচে থরথর জগো চরাচর!
তবু কেন বৃথা এতো আয়োজন
কার প্রয়োযনে
করাঘাত করো,
কার ইচ্ছায় ডানা কাটা গাংচিল,
অসহায় ডোবে এক হাত জলে
হদয়ে নাড়ায় কড়া !
ভুলে গেছে মন
সেই মধুবন
আজো আসে চুপিসারে,
হৃদয়ের তারে ওঠে ঝংকার,
ফল্গু ধারায় ধুয়ে যায় যতো
বেদনর রঙ কালো ;
যতো দূর যাও যন্ত্রনা দাও
তবু ও পাবেনা ছুঁতে ,
বেদনার বারি
লুকিয়েছি আমি
মধুরের সংগীতে।