Wednesday, November 30, 2011

তুমি এলে




তুমি আসবে তাই-
প্রস্তুত করেছি মাটি,
রোদে, জলে, পাহাড়ে, জঙ্গলে ।
তুমি আসবে বলে –
আকাশ-মাটিকে এক করে
যুদ্ধে সেজেছি ;
নরম, লাজুক হাতে অস্ত্র ধরেছি ;
ভুলেছি সংসার ।
ভুলেও দেখিনি ফিরে –
মরে কত চেনা-জন, করে হাহাকার ।
শুধুই গুনেছি ক্ষণ –
ঐ আসে ঐ বুঝি ঝড়ের মতন ,
উড়িয়ে পথের কাঁটা-
ভীষণ ভৈরব ।
প্লাবনের মত অনিবার্যতায় ।
সেই তুমি এলে –জঙ্গল থেকে দূরে
নীরবে নিভৃতে, এলে মৃদু পায় ।
আমার যত আড়ম্বর মিছে করে
রাত ভোরে ফিরে গেলে
কোন অস্তাচলে –মাটি আজ আকাশ কে চায়  ।
আকাশে ,বাতাসে, পাহাড়ে, জঙ্গলে ,
তোমার পরশ রেখে গেলে ।
তবু কেন যুদ্ধসাজ,
তবু কেন রক্তপাত,
তবু কেন রাজনীতি,
চেনেনা তোমায় ।

Monday, November 28, 2011

আমি বিপ্লবী গান গাই




তোমরা মর আমরা কিছু করে খাই ;
লালমাটি, জংগল , পাহাড় ,
দেশ-দেশান্তরে তোমাদের মত
কিছু অবোধ মানুষ মরে ;
আমাদের স্বার্থে তোমাদের হাতিয়ার ধরাই ;
আদর্শের বুলি কপচাই,
পেটে কিল মেরে তোমরা অস্ত্র ধর ,
না বুঝে মানুষ মার ;
তোমাদের পিছনে আমরা দাঁড়াই
কিছু করে খাই
আমরা তোমাদের দেবনা অন্ন ,
দেবনা বস্ত্র , দেবনা শান্তি ,
যদি কেউ কিছু দিতে চায় ,
আমরা তাদের ডরাই
দারিদ্রের থেকে মুক্তি যদি পাও ,
যদি শান্তি পেতে  চাও ,
যদি সমাজের মাঝে স্থান করে নাও
আমরা কোথায় যাই
না হে না, তোমরা এসনা এখানে ,
মার আর মর - থাক মৃত্যু আসে যেখানে
হিংসার মন্ত্রে উজ্জীবিত প্রাণ
সমাজকে শত্রু জেনে কর দান
আমি কিছু করে খাই
তাই তো কলম হাতে আসি ছুটে ,
তোমার মৃত্যুতে গান গাই
আমি কিছু করে খাই ।।

Monday, November 21, 2011

পারিনা মুক্তি খঁজে নিতে




আমি তাকিয়ে ছিলাম,
সাদা দেয়ালের মতন তোমার মন থেকে,
ফিরে আসা আমার ব্যথাগুলো
কেমন কুঁকড়ে যাচ্ছে
সেটা কি শুধু
কষ্ট নাকি অনুতাপে, ধিক্কারে
অপমানে
প্রাপ্ত বয়স্ক মানুষ নয়,
আমি  শিশু যেন এক অবোধ
মানসিকতায় , আঁকড়ে ধরতে
চাই  না-পাওয়া স্বপ্নকে

ফিরে ফিরে দেখছিলাম
উদাসীনতা কি চরম শান্তি এনে
মুক্ত করেছে তোমায়
কেন আমি নয়, কেন আমি
পারিনা মুক্তি খুঁজে নিতে
অন্ধকার মনের আনাচে কানাচে
এখনো লুকিয়ে বাস করে -
মুগ্ধ সে তোমার আশায়,
তার হাতে-পায়ে জরিয়ে ধরতে
চায়- শ্বাসরোধী অনুভূতি ;
আমি বুঝি, খুব বুঝি,
তবু পারিনা  মুক্তি খুঁজে নিতে

আমি ডেকেছি তো নাম ধরে,
ধাক্কা খেয়ে তোমার দেয়ালে
সে আসেনি  ফিরে
সে ডাক পাখনা মেলে উড়ে গেছে
অসীম নির্বিকল্পে অনন্ত জিজ্ঞাসায় ;
আমি তবু প্রজাপতি হয়ে
বসে আছি মাধবীলতায়


Friday, November 11, 2011

ফরিয়াদি গান




কার মিষ্টি কথার ঝাঁঝ
কার চোখের জলের আঁচ,
মন ফেরারী করল । ।
ঢেলে ভালবাসায় জল ,
বুনে  মিথ্যা কথার জাল ,
মন গরলে ভরল ।

তোমার ফরিয়াদি গান
বন্ধু বিঁধবে না তার প্রাণ -
মন তার আকাশ হল আজ ;
সেতারে কত না ঝঙ্কার ,
তবুও সে ফিরবে না তো আর,
মনে তার ভ্রমর করে রাজ

সে ভ্রমর পদ্ম-ঝিলের ধারে ,
সে ভ্রমর মানস সরবরে
সে এক দিব্য নেশায় চুর
তাকে ডেকনা আর গানে ;
তীর বিঁধবে না তার প্রাণে
সে দেশ  মাটির থেকে দূর
অনেক দূর

Monday, November 7, 2011

আমি তোমার কন্যা সন্তান




সভ্যতা আমাকে ব্রাত্য করেছে কেন
কেন মা তুমি হয়েছ বিমুখ-
বিমাতার মত
আমিও যে থাকতে চাই সদা দুধে ভাতে
আমার ও মাথায় নামুক
তোমার অভয়াশিস ,
শত শত
কোন এক শুভ ক্ষণে
ভ্রূণ হয়ে প্রাণ পেয়ে ধন্য মেনেছি
ভিতরে ভিতর মাগো তোমাকে জেনেছি
তোমার নিশ্বাস বুকে নিয়ে
তিল তিল গড়ে ওঠা প্রাণ-
মাগো আমিও যে তোমার সন্তান
তবে কেন আমাকে ঠেলতে চাও দূরে
শিকড় উপড়িয়ে ,
সন্তানের সুখ কেন আমি পারব না দিতে
আমিও তো তোমারি মতন এক মেয়ে
মাগো দয়া করো , ফিরে দাও প্রাণ-
আমিও যে তোমার সন্তান ।।

Sunday, November 6, 2011

বেঁচে থাকতে চাই


সামনে বৈদ্যুতিক চুল্লি
ভিতরে পুড়ছে দেহ
প্রতিদিন, মুহূর্তে মুহূর্তে
শূন্য বুকে, দুঃখ চোখে
আমি
ও আমরা আছি অপেক্ষায়
কতদিন আরো কতদিন
জীবনকে পাবো ;
এই ভাবনায় ,
সুখের আশায় জল ঢেলে
দুঃস্বপ্নের রাত্রি যাপন
এর নাম জীবন তো নয় ,
জীবন্ত নরক দর্শন
কেন তবে জীবনের দুঃখ ছেঁকে
সুখটুকে চোখে এঁকে
রূপ-রস-গন্ধ তার করিনা গ্রহণ
যতক্ষণ আছে এ জীবন !

তুমি আছ আশায় আশায়
তোমার দেহটা গেলে
কিছু তবু থাকে বাকি
কারো বুকে, কারো চোখে
বেদনার লাল রক্তে ,
আমৃত্যু ভালবাসায়
ভুল বন্ধু , ভুল ,
থাকে শুধু তোমার অভাব,
তুমি নয় ।।

দূরে যে জ্বলছে চিতা,
সে আগুনে একটু একটু করে
পুড়ছ তুমিও ,
আগুনের শেষে শুধু পরে থাকবে ছাই
যতদিন আছে এ জীবন-
সব সুখ নিংড়ে নিয়ে,
বেঁচে থাকতে চাই ।।

Thursday, November 3, 2011

আশা


জোনাক জ্বলা রাতের মতন
অন্ধকারে তোমার দুটো চোখ
স্বপ্ন কে দেয় ডাক ;
জোনাক জ্বলা রাতের মতন
অন্ধকারে তোমার দুটো চোখ
স্বপ্ন কে দেয় ডাক ;
আশা
তোমার ভালবাসা,
থাক না তলানিতে ,
তবুও জানি দেব না তো মিলিয়ে যেতে
মরীচিকার মতন
 মনের ভিতর গুরু গুরু ,
বুকের ভিতর দুরু দুরু
আশায় নিরাশায় -
জীবন স্বপ্ন দেখে যায়
পরিযায়ী পাখির মতন
আসতে থাকে তারা
সুখের স্বপ্ন যারা ,
মনের জলাশয়
ভুস ভুসিয়ে উঠে আস তুমি ,
আশা ,
জীবন স্বপ্ন দেখে যায়



তোমার ভালবাসা,
থাক না তলানিতে ,
তবুও জানি দেব না তো মিলিয়ে যেতে
মরীচিকার মতন
 মনের ভিতর গুরু গুরু ,
বুকের ভিতর দুরু দুরু
আশায় নিরাশায় -
জীবন স্বপ্ন দেখে যায়
পরিযায়ী পাখির মতন
আসতে থাকে তারা
সুখের স্বপ্ন যারা ,
মনের জলাশয়
ভুস ভুসিয়ে উঠে আস তুমি ,
আশা ,
জীবন স্বপ্ন দেখে যায়