Monday, November 7, 2011

আমি তোমার কন্যা সন্তান




সভ্যতা আমাকে ব্রাত্য করেছে কেন
কেন মা তুমি হয়েছ বিমুখ-
বিমাতার মত
আমিও যে থাকতে চাই সদা দুধে ভাতে
আমার ও মাথায় নামুক
তোমার অভয়াশিস ,
শত শত
কোন এক শুভ ক্ষণে
ভ্রূণ হয়ে প্রাণ পেয়ে ধন্য মেনেছি
ভিতরে ভিতর মাগো তোমাকে জেনেছি
তোমার নিশ্বাস বুকে নিয়ে
তিল তিল গড়ে ওঠা প্রাণ-
মাগো আমিও যে তোমার সন্তান
তবে কেন আমাকে ঠেলতে চাও দূরে
শিকড় উপড়িয়ে ,
সন্তানের সুখ কেন আমি পারব না দিতে
আমিও তো তোমারি মতন এক মেয়ে
মাগো দয়া করো , ফিরে দাও প্রাণ-
আমিও যে তোমার সন্তান ।।

No comments:

Post a Comment