Thursday, November 3, 2011

আশা


জোনাক জ্বলা রাতের মতন
অন্ধকারে তোমার দুটো চোখ
স্বপ্ন কে দেয় ডাক ;
জোনাক জ্বলা রাতের মতন
অন্ধকারে তোমার দুটো চোখ
স্বপ্ন কে দেয় ডাক ;
আশা
তোমার ভালবাসা,
থাক না তলানিতে ,
তবুও জানি দেব না তো মিলিয়ে যেতে
মরীচিকার মতন
 মনের ভিতর গুরু গুরু ,
বুকের ভিতর দুরু দুরু
আশায় নিরাশায় -
জীবন স্বপ্ন দেখে যায়
পরিযায়ী পাখির মতন
আসতে থাকে তারা
সুখের স্বপ্ন যারা ,
মনের জলাশয়
ভুস ভুসিয়ে উঠে আস তুমি ,
আশা ,
জীবন স্বপ্ন দেখে যায়



তোমার ভালবাসা,
থাক না তলানিতে ,
তবুও জানি দেব না তো মিলিয়ে যেতে
মরীচিকার মতন
 মনের ভিতর গুরু গুরু ,
বুকের ভিতর দুরু দুরু
আশায় নিরাশায় -
জীবন স্বপ্ন দেখে যায়
পরিযায়ী পাখির মতন
আসতে থাকে তারা
সুখের স্বপ্ন যারা ,
মনের জলাশয়
ভুস ভুসিয়ে উঠে আস তুমি ,
আশা ,
জীবন স্বপ্ন দেখে যায়


No comments:

Post a Comment