তোমরা মর আমরা কিছু করে খাই ;
লালমাটি, জংগল , পাহাড় ,
দেশ-দেশান্তরে তোমাদের মত
কিছু অবোধ মানুষ মরে ;
আমাদের স্বার্থে তোমাদের হাতিয়ার ধরাই ;
আদর্শের বুলি কপচাই,
পেটে কিল মেরে তোমরা অস্ত্র ধর ,
না বুঝে মানুষ মার ;
তোমাদের পিছনে আমরা দাঁড়াই
কিছু করে খাই ।
আমরা তোমাদের দেবনা অন্ন ,
দেবনা বস্ত্র , দেবনা শান্তি ,
যদি কেউ কিছু দিতে চায় ,
আমরা তাদের ডরাই –
দারিদ্রের থেকে মুক্তি যদি পাও ,
যদি শান্তি পেতে চাও ,
যদি সমাজের মাঝে স্থান করে নাও –
আমরা কোথায় যাই ।
না হে না, তোমরা এসনা এখানে ,
মার আর মর - থাক মৃত্যু আসে যেখানে ।
হিংসার মন্ত্রে উজ্জীবিত প্রাণ –
সমাজকে শত্রু জেনে কর দান ।
আমি কিছু করে খাই ।
তাই তো কলম হাতে আসি ছুটে ,
তোমার মৃত্যুতে গান গাই ।
আমি কিছু করে খাই ।।
No comments:
Post a Comment