Friday, November 11, 2011

ফরিয়াদি গান




কার মিষ্টি কথার ঝাঁঝ
কার চোখের জলের আঁচ,
মন ফেরারী করল । ।
ঢেলে ভালবাসায় জল ,
বুনে  মিথ্যা কথার জাল ,
মন গরলে ভরল ।

তোমার ফরিয়াদি গান
বন্ধু বিঁধবে না তার প্রাণ -
মন তার আকাশ হল আজ ;
সেতারে কত না ঝঙ্কার ,
তবুও সে ফিরবে না তো আর,
মনে তার ভ্রমর করে রাজ

সে ভ্রমর পদ্ম-ঝিলের ধারে ,
সে ভ্রমর মানস সরবরে
সে এক দিব্য নেশায় চুর
তাকে ডেকনা আর গানে ;
তীর বিঁধবে না তার প্রাণে
সে দেশ  মাটির থেকে দূর
অনেক দূর

No comments:

Post a Comment