যেদিন তুমি অনেক দূরে,
কোথায় যেন হারিয়ে গেলে,
ভেবেছিলাম আছো কোনো তারার দেশে,
উজ্জ্বল এক তারা হয়ে -
মন বলতো, আমি ও আছি তারার আলোয় ঝল-মলিয়ে,
সেই আকাশের একটি কোনায় ।
বেদনার একতারাতে- একটু খুশীর ছোঁয়া লেগে,
দুতারাটা বাজতো যেন গুনগুনিয়ে- মনে মনে ।
যেদিন তুমি এলে ফিরে,
তোমায় ঘিরে স্বপ্ন যত,
হঠাত ভেঙ্গে খান খান,
আর মন আনচান, অবুঝ ব্যাথায়-
সুর ভুলেছে তার দুতারা-
বাজতে চায়না আগের মতন,
জাগতে চায়না স্পর্শে তোমার -
হৃদয় জুরে - অঙ্গে অঙ্গে,
দুঃখ-সুখের দোলায় আছে যে আনন্দ
যায় যে ভেসে স্পর্শে এসে .।।
Wednesday, June 18, 2008
সোনালী
যখন সূর্য্য ডোবার সময় হয়েছিল, সোনালী রদ্দুর বলেছিল-
এখনি যেওনা ছেড়ে, বড় ভালোবাসি-
আমার সকল দিয়ে ঘিরে রাখতে এ আকাশ ।
কিন্তু সে তো কবে ই শেষ হয়ে গেছে,
এখন গোলাপীর আলিঙ্গনে মুগ্ধ আকাশ
ফিরে ও দেখবেনা তোমাকে সোনালী;
হেসে বলেছিল সূর্য্য,
আকাশ তো আসবে ফিরে,
রাত্রির গভীরে- নীলিমাকে দিতে সান্ত্বনা,
তোমার সকাল তুমি রাখ যত্ন করে
ভোরের আকাশ ঘিরে তোমার আঁচল থাক
থাক চীর কাল ,
অমলীন, নীলের থেকেও নীল
ও ই পূর্বাকাশে
সোনালী রোদ্দুর হাসে ।।
Wednesday, June 4, 2008
ছবি কথা বলে
এ অরন্য, ও ই মেঘ, এ ই যে গাছের সারি,
ঐখানে এক পাতায় ঢাকা ছোট্টো কুঁড়ে বাড়ি,
চলনা যাই মেঘলা দিনে
বেড়িয়ে পড়ি পথে,
পোষাক-আসাক, তেমন কোনো
নাইবা নিলে সাথে
শুধু ই কেবল মেঘের চাদর
জড়িয়ে নিয়ে গায়ে,
অনেক দূরে ও ই যে নীল পাহাড় দেখা যায়
তার ছায়াতে নিজের ছায়া মিশিয়ে দেব আজ
চল না যাই বেড়িয়ে পরি - থাক পরে সব কাজ ।।
ঐখানে এক পাতায় ঢাকা ছোট্টো কুঁড়ে বাড়ি,
চলনা যাই মেঘলা দিনে
বেড়িয়ে পড়ি পথে,
পোষাক-আসাক, তেমন কোনো
নাইবা নিলে সাথে
শুধু ই কেবল মেঘের চাদর
জড়িয়ে নিয়ে গায়ে,
অনেক দূরে ও ই যে নীল পাহাড় দেখা যায়
তার ছায়াতে নিজের ছায়া মিশিয়ে দেব আজ
চল না যাই বেড়িয়ে পরি - থাক পরে সব কাজ ।।
Subscribe to:
Posts (Atom)