রাত জাগা দুটি
পাখি
সকালে উঠেই দেখি –
রাত জাগা দুটি পাখি কথা বলে ছিল ;
তাতে কি বা এল গেল !!
যায়নি হয়ত কিছু, আসেনিও কিছু ।
তবু দেখ দুলাইনে গান হয়ে গেল ।
গান তো গেয়েছে পাখি, তোমার কি লাভ !
ছি ছি , বলেনা অমন করে বলাটাও পাপ ।
আমি যে কবিতা আমি অনুভবে চলি ,
যে কথা বলেনা পাখি সে কথাটা বলি ।
পাখি থাকে কবিতার ডানায় ডানায় ,
অনুভুতি ভরা মন কানায় কানায় ।
এদিকে সেদিকে মারে উঁকি –
কোথাও ভাবের কোনো সুযোগ আছে কি !
সকালে পাখির ডাক, দোলা দেয় মনে –
কবিতা ছোট্ট করে লেখে সে গোপনে ।।
অষুধ
অষুধ কিসে লাগল তোমার,
অ-সুখ ছিল বুঝি ;
তাই তো আমি এখানে সেখানে –
পদ্য লেখা খুঁজি ।
লেখনী নাও হাতে, যদি দুঃখ পাও খুব,
যদিও আমি দুখ-সাগরে
দিয়েছি অনেক ডুব ।
সুখের দিনে যা পাও ভাল
তবু,
জানবে মনে মনে ।
দুঃখ যত আঘাত করে, ততই আলো আনে ।।