তুমি আর আমি শুধু
হাসি আর গানে ভরা এ ই পৃথিবীতে
বেখেয়ালে ভেসে চলে যাই
দুজনাতে বিছানাতে বকুল ছড়াই
আমাদের স্বপ্নবাসর থেকে দুরে
মাটিতে পেতেছে শয্যা যারা
দু:স্বপ্নের রাতে -
এক মুঠো ভাতের স্বপ্ন চাই হাতে ;
আমি আর তুমি তবু গান গেয়ে যাই
দুজনাতে দুজনা হারাই ;
আমরা জানিনি কোনো দিনও
ক্ষুধা কাকে বলে ,
আমরা অঞ্জলী ভোরে ভিক্ষা করিনি ফ্যান
ভাতের বদলে
শীর্ণ শরীর আর ড্যাব ড্যাবে চোখে
চেয়ে আছে যারা,
তাদের জগতে নেই গান
শুধু কান্না ছাড়া
তুমি আর আমি তবু গাইব কি গান
আজো মধু রাতে -
কেবলই , আমার সন্তান যেন
থাকে দুধে ভাতে
হাসি আর গানে ভরা এ ই পৃথিবীতে
বেখেয়ালে ভেসে চলে যাই
দুজনাতে বিছানাতে বকুল ছড়াই
আমাদের স্বপ্নবাসর থেকে দুরে
মাটিতে পেতেছে শয্যা যারা
দু:স্বপ্নের রাতে -
এক মুঠো ভাতের স্বপ্ন চাই হাতে ;
আমি আর তুমি তবু গান গেয়ে যাই
দুজনাতে দুজনা হারাই ;
আমরা জানিনি কোনো দিনও
ক্ষুধা কাকে বলে ,
আমরা অঞ্জলী ভোরে ভিক্ষা করিনি ফ্যান
ভাতের বদলে
শীর্ণ শরীর আর ড্যাব ড্যাবে চোখে
চেয়ে আছে যারা,
তাদের জগতে নেই গান
শুধু কান্না ছাড়া
তুমি আর আমি তবু গাইব কি গান
আজো মধু রাতে -
কেবলই , আমার সন্তান যেন
থাকে দুধে ভাতে