ভালবাসা বাসি কতো হলো বাসী
তবু দেখো হাসি এখনো
মলিন নয়
আশা ছিল যত - তারা আজ ক্ষত
কি করে কি হলো -
কেউ আজ কারো নয়
উদাসীর বাঁশী ডেকে চলে গেছে
দূর নীলিমায় মেঘের ভেলায়
দেখি বসে তাই .....,.হাসি
মন বলে ভালোবাসি
একে একে সব যাবে যে জানি তা -
তবু যারা গেল কি করে ভুলি তা -
কি করে বুকের ক্ষত কে ভুলি
কি জোরে আবার কলম তুলি !
তাই বসে আছি
চেয়ে আছি দুরে
মিশে গেছে দেখি সবুজ আর নীলে
দেখি প্রকৃতির হাসি
ভালোবাসি ভালোবাসি
তবু দেখো হাসি এখনো
মলিন নয়
আশা ছিল যত - তারা আজ ক্ষত
কি করে কি হলো -
কেউ আজ কারো নয়
উদাসীর বাঁশী ডেকে চলে গেছে
দূর নীলিমায় মেঘের ভেলায়
দেখি বসে তাই .....,.হাসি
মন বলে ভালোবাসি
একে একে সব যাবে যে জানি তা -
তবু যারা গেল কি করে ভুলি তা -
কি করে বুকের ক্ষত কে ভুলি
কি জোরে আবার কলম তুলি !
তাই বসে আছি
চেয়ে আছি দুরে
মিশে গেছে দেখি সবুজ আর নীলে
দেখি প্রকৃতির হাসি
ভালোবাসি ভালোবাসি
No comments:
Post a Comment