Saturday, May 2, 2015

অকারণ


সারি সারি দেবদারু গাছের মাঝে রাস্তা বেয়ে চলে
স্মৃতির নৌকো বেয়ে ভেসে আসে সে
তার খোলা চুল মেঘের মতন ছিল ছেয়ে 
সে যে এক সদ্য ফোটা মেয়ে
দেবদারু হওব্য়ায় দোলে .....তখন বৈশাখ
মনের আয়নায় ভাসে হরিন চোখ
সে চোখের তারায় স্বপ্ন টল টল
যেন পদ্ম পাতায় জল
দেবদারু তোমরা সাক্ষী ছিলে সে এক শীতের রাতে
হিম ঝরা বেদোনাতে আকুল কাঁদে সে মেয়ে
কার পথ চেয়ে সে ই জানে
তোমরা বোঝনি তার মানে
দেবদারু পাতা বিছিয়ে ছিলে তার পথে
সেদিন রাত্ভাঙ্গা ভোরে -
পাহাড়ী রাস্তায় যেন ঝর্নার মতো
ছুট্টে গেলো ফিরে ঘরে সে ই সদ্য ফোটা মেয়ে
সেদিন রাত ভোরে
আজ সন্ধ্যায় দেবদারু গন্ধে বিভোর এই মন
ভাবে সুখী কে আমার মতন
সে ই সদ্য ফোটা হৃদয়ের প্রেম
এখনো ছড়ায় সুবাস
সেদিনের মতো অকারণ

No comments:

Post a Comment