সময়ের সাথে ক্ষয়ে যাওয়া স্মৃতি
উঁকি মারে -
বারে বারে মনের আয়নায়
ছবি ধরা পরে -
আমি কি এতটা নিষ্ঠুর এতটাই উদাসীন
ভাবে আঘাত করেছি তাকে !
ভেবে ভেবে বুক ফেটে যায় -
হায় , কেন কিছু বলিসনি আমায় -
কেন চোখে আঙ্গুল দুটো পুরে
বলিসনি জোরে -
একদিন নিজের ভুল কাঁদাবে আমায়-
সেদিন তুই কাছে নেই -
পরিতাপ তাই শতগুণ হয়ে
জ্বলবে অন্তরে -
ফিরে আয় ফিরে আয় -
তোর প্রানের অধিক প্রিয় -
বোন্ ডাকে -
চলে গেছে যে জীবন সে কি আসে !
আকাশ বাতাস হাসে
আমি চেয়ে রই -
আমার ভাইয়ের হাসি কোই
উঁকি মারে -
বারে বারে মনের আয়নায়
ছবি ধরা পরে -
আমি কি এতটা নিষ্ঠুর এতটাই উদাসীন
ভাবে আঘাত করেছি তাকে !
ভেবে ভেবে বুক ফেটে যায় -
হায় , কেন কিছু বলিসনি আমায় -
কেন চোখে আঙ্গুল দুটো পুরে
বলিসনি জোরে -
একদিন নিজের ভুল কাঁদাবে আমায়-
সেদিন তুই কাছে নেই -
পরিতাপ তাই শতগুণ হয়ে
জ্বলবে অন্তরে -
ফিরে আয় ফিরে আয় -
তোর প্রানের অধিক প্রিয় -
বোন্ ডাকে -
চলে গেছে যে জীবন সে কি আসে !
আকাশ বাতাস হাসে
আমি চেয়ে রই -
আমার ভাইয়ের হাসি কোই
No comments:
Post a Comment