Friday, January 1, 2010

রক্ষক - ভক্ষক

আধুনিক মাটি, আনবিক ব্যাধি ভরা,
জরার্জীন গাটি, আঁকা বাঁকাশিরা,
কালেরে লন্ডভন্ড, করেছে এ কি কান্ড
কঙ্কাল করেচে মানুষ,
ভাল ছিল গান্ডীব ধণুষ ।
আত্মীয় কাকে বলি, আত্মা নেই আর ।
আছে শুধু বুভুক্ষুর আর্ত হাহাকার ।
অরে মহাকাল তোর ললুপ রসনা
ফেলে রেখে গেছে কেন জীর্ন বাসনা !
চিতা জ্বলে দূরে আমি সমুখে দাঁড়ায়ে,
চেয়ে চেয়ে দেখি বিশ্ব কি ভাবে হাড়ায়
দয়া, মায়া, ক্ষমা , প্রেম, বিশ্বাস সততা,
দূষণে ঘিরেছে প্রাণ, শুধু চাই যে ক্ষমতা ।
মার, কাটো , শেষ কর, কর বলাতকার ,
কন্যাসম ! তাতে বল যায় আসে কার !
মিথ্যা বোঝার ভার নিয়ে দেহ ঘিরে
নগ্ন অন্তরে দেখ পশু বাস করে ।
ফিরে নাও ফিরে নাও ফিরে নাও এরে,
অট্টহাস্য বিদ্রূপের আছে শুধু ঘিরে ।
বিচার কে করে, কাকে নালিশ বা করে,
পশুর অধম জীব পুলিশের ঘরে ।
এই যদি সভ্যতা, চাই না তা আর,
টেনে আন পথে ওকে
চাই অসভ্য বিচার ।।



No comments:

Post a Comment