Friday, January 13, 2012

ছড়া




শুনতে চাইছে ছড়া- বেপাড়ার এক ছোঁড়া ,
বয়স নয় বেশী,  বড়ই হাসি-খুশি ।
ডেকে বলি তারে, এস পথের ধারে ।
এই যে ছোলা ভাজা, তার সাথে নাও খাজা ।
পেট ভরে খাও ভাই, সময় বেশী নাই ।

রাত নামবে, আঁধার হবে, শীতের চাদর গায় ;
ধরবে ঘিরে   আস্তে-ধীরে ভুতেরা মায়-পোয়ে ।

এ পাড়াতে খালের ধারে, লম্বা ঘাসের ডগা ,
দুলিয়ে মাথা ডাকবে তোমায় দিস না মনে দাগা ,
বহুদিন খাইনা কিছু তাইতে রোগা কাঠি ,
ভয় পেয়ে তুই যাসনা ভেগে রাতটা করে মাটি ।

ওদের ডাকে দিসনা সাড়া, বলছি তোকে ভাই ;
আয় কাছে আয়, ওদের তো আর ছড়া জানা নাই ।

আমিও থাকি খালের ধারে শ্যাওড়া গাছের মাথায় ,
নানান ছড়া লিখে রাখি গাছের পাতায় পাতায় ।
আয়না কাছে , বস এখানে শোনাই তোকে ছড়া
ওমা একি পালাস কেন বেপাড়ার তুই ছোঁড়া ।

বলছি এত ভয় নেই কো তবুও পালাস ছুটে ।
ধরতে পারলে মটকাব ঘার সন্দেহ নেই মোটে ।।

No comments:

Post a Comment