Sunday, January 29, 2012

দৌড়


ছেলেটা দৌড়ায়, আরও আরও আরও জোরে
কোথাও পৌঁছাতে হবে তাকে
কাক ভোরে উঠে রোজ চলেছে সে ছুটে ,
নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন আরো কত কিছু ,
ধীরে ধীরে দিন ঢলে, সূর্য যায় অস্তাচলে ,
আকাশটা ডেকে বলে আরো একটা দিন শেষে
রাত এসে গেল । পেয়েছ কি যাকে   চেয়েছিলে
না আকাশ আমার চাওয়ার শেষে
হাতছানি দেয় এসে কেউ দূর থেকে ,
থামতে পারিনা তাই ,
আরো আরো ছুটে যাই ,
যদি দেখা মেলে ।
রাত আসে চাঁদ হাসে
তারার চাদর দেয় মেলে ।
রাত যায় দিন আসে,
সৃষ্টির আদি-অন্তে ,
সময়ের সীমা-হীনতায়
মানুষ দৌড়ায় ।।

No comments:

Post a Comment