দু-মানুষে মিল আর
অমিলেতে ভরা ।
মিলটা পড়েনা চোখে-
অমিল জগত-জোরা ।
গনিকাটি ক্রেতা ভেবে-
ঈশারায় ডাকে ।
সে বুঝি মানুশ ভালো
পড়েছে বিপাকে ।
ক্রেতা নয়, সভ্য যে মানুষ্টি তার,
লজ্জায় নুয়ে পড়ে ঘাড় ।
ভুল বুঝে পসারীনি দেহ ফিরে যায়;
লজ্জার নেই তার দায় ।
রাতের আঁধারে চেনা শরীর কে ঘিরে-
সভ্য মানুষ চায়-
গনিকা কে ফিরে ।।