Thursday, January 8, 2009

নতুন সুর্য্য

অনুশোচনা হয়না।
যাকে যখন যেমন
ভালবাসি-
অন্যরকম আর তা হয়না ।
হৃদয় নামক পদার্থটা
একান্ত নিজস্ব- তবু
আমাকে ছেড়ে ছুটেছে

যেন অশ্ব ডিম্বটা লুফছে

হাতে দূরের থেকে হবু

বরের মতন অপদার্থটা ।

গোলমাল সব পাকিয়ে

দড়ির মতন- মাথার চুল ঝাঁকিয়ে

ফেলে দিতে চাচ্ছি যত-

আঠার মত লেপ্টে আছে

চেপ্টে বুকের ভিতর- তত

আমি যাচ্ছি

মনে মনে তার কাছে ।

মাসি ,পিসি, রাশি রাশি

বন্ধু, দাদা, বইএর গাদা

সবার থেকে বাসছি ভালো-

কাকে যাকে ডাকে

ঠিক ভোরের আগে-

আমার চোখের আগে-

জলের দাগে, অনুরাগে

সুরে, তালে, ছন্দে আর রাগে ও সেই

দাঁড়িয়ে থাকে।

তোমরা বোধহয় জানো তাকে ।।