Friday, January 9, 2009

সন্ধ্যা


সন্ধ্যা তোমার রূপ মলিন হয়েছে
নাকি এ আমার মনের দর্পণ।
সন্ধ্যা, সন্ধ্যা!
তোমার রঙিন খুশি
কোথায় করেছে অর্পন ?
ধূসর মেঘের সাজ
কেন গো পরেছ আজ-
গোলাপী ওড়না তুমি
ফেলে এলে কেন!
আমার দুখের ছবি-
তোমার ও বুকে দেখি যেন !
ধীর পায়ে চলেছ ফিরে-
কী ব্যাথা রয়েছে ঘিরে।
কি কথা হলনা বলা আজো-
সন্ধ্যা ওগো ! বিরহীনি সাজে কেন সাজো !