তোমাকে বিদায় করে এসে দেখি ,
অশ্রু হয় ঘিরেছ আমায় ।
সানাইয়ের সুরে সুরে রক্ত ঝরে পরে ,
বুকের রক্ত মেশে লাল চেলি -জোড়ে ।
গোধুলিএর রঙে রাঙা গোলাপি আকাশ ,
প্রতিচ্ছবি ফেলেনি এখানে ,
এই বুকের ভিতর ।
নীল বিষ ব্যাথা ঠেলে ঠেলে ওঠে ,
।চোখে, মুখে, ঠোটে ,
কুমকুম চন্দন ফোঁটার আড়ালে ,
রঙ মাখা মুখে আর গালে ।
বেনারসী সারী গায়ে বউ হয়ে বসি ।
জীবনের নতুন প্রভাতে ,
প্রতারক আমি ,
উপহার দিতে তাকে ,
এ হৃদয় বাসী ।
No comments:
Post a Comment