আমার ঘরের কাঁচের ফুল্ভানীতে রেখেছি তোমায় রজনীগন্ধা ,
তোমার মিস্টি গন্ধ লাভা ছড়ায় না ধমনীতে ।
এখন বাইরে ঘন অন্ধকারের বুক চিরে চিরে
চমকে উঠছে বিদ্যুত,
হাস্নুহানার গন্ধে মাতাল
সরীসৃপের মত উন্মত্ত আমিও ।
প্রবল বর্ষণের পর
ক্লান্ত রিক্ত দেহ,
পঙ্কিল ক্লেদাক্ত পথ অতিক্রম করে এসে দেখি
মনের ভুলে জানালা করিনি বন্ধ ,
চূর্ণ হয়েছে কাঁচ,
তাজা রজনীগন্ধা ধুলায় লুটায়, অসহায় ।
তোমার সবুজ দেহ বুকে নিয়ে নিলাম ঘ্রাণ ।
আঃ কি সুন্দর তুমি রজনীগন্ধা ।
তোমাকে দেখে মনে পড়ে সানাই এর সুর
আর কিছু অঙ্গিকার ।
তুমি হতে পারনা বন্য ।
তোমাকে সাজিয়ে রেখে আমি যাই হাস্নুহানার কাছে ,
স্নিগ্ধ সুরভী নিয়ে তুমি থাক প্রতীক্ষায় - আর
আমি খুঁজে ফিরি অরন্য ।
No comments:
Post a Comment