জোনাক জ্বলা রাতের অন্ধকারে –
তোমাকে মনে পড়ে –
নাম না-জানা পাখির ডাকের ছোঁয়া –
লাগায় যেন হৃদয়বীনার তারে ।
সেই কবে সেই সোনালি রোদ্দুরে –
ছুটে চলা পাথর বেয়ে
ক্ষুদেনদীর পাড়ে ,
তোমায়-আমায় চোখে-চোখে চাওয়া ।
দুরু-দুরু বুকের পাহাড় বেয়ে ,
তিরতিরিয়ে ঝরণা বয়ে যাওয়া ।
না-বলা সেই প্রাণের গোপন কথা ,
ঝিলিক মারে তোমার-আমার চোখে ।
না-গাওয়া সেই গানের সুরে ,
দোলাত মন সুখে ।
হাতে-হাতে ধরে পথে ছুটে-ছুটে চলা ,
ভুলে যেতাম দু-জনাতে
বয়ে যাচ্ছে বেলা ।
বয়ে গেছে সে-সব বেলা,
হাডিয়ে গেছে দিন ।
আজ আঁধারে দু-চোখ বিলীন-
জোনাক জ্বলা রাতের অন্ধকারে ,
মনের গোপন কপাট খুলে ,
বারে বারে তোমায় মনে পড়ে ।
No comments:
Post a Comment