কথা শুনে কাউকে লাগে ভাল
কাউকে দেখে নেচে ওঠে প্রাণ
কারুর সাথা করছি সহবাস,
কার উপরে করব অভিমান ।
তিনের মাঝে কোথাও সে নেই পুরো।
যেন খানিক মশলা করে গুঁড়,
ছড়িয়ে দেওয়া তিনটি রান্না পদে ।
তিনটির স্বাদ তিনভাবে নিই রোজ,
তিনজনেরই তিনভাবে নিই খোঁজ,
ভাবছ আমি পড়েছি বিপদে !
বিপদ-আপদ ভাবিনা আর আমি,
যা আসে তাই দু-হাত ভরে নিই,
এ জীবনে বাঁচাটুকুই দামী,
এতদিনে সার বুঝেছি এই।।
No comments:
Post a Comment