লাগাম টেনে ধর বন্ধু লাগাম টেনে ধর
মনের কোনায় আপদ ঘুমায় এবার বিদায় কর।
পদ্মগন্ধী হৃদয় তোমার সুবাস থাকুক ছেয়ে।
আপন যে জন হবে না তার থেকোনা পথ চেয়ে।
কোনো এক অলস সময় পড়বে মনে যদি,
ভেবে নিও কাল যে ছিল আজ সে মরা নদী ।
জীবন তোমার নয় খেলাঘর, নেশার পাত্র নয় ।
অপাত্রে হে বন্ধু জীবন আর কোরো না ক্ষয় ।
দেবার পাত্র শেষ হয়েছে আর কিছু যে নেই ।
বন্ধু-জনের ঘর ভাঙ্গেনি মনের আশা এই।
বুঝতে আমায় ভুল কোরোনা, তাও বা যদি কর।
তবুও হে বন্ধু মনের লাগাম টেনে ধর।
No comments:
Post a Comment