এখনও তো হল না জানা
শুধুই কি অনুতাপ
আর কিছু নয় !
ভয় হয় যদি
সাগরের মতন গভীর না হয়-
শুকনো নদীর মত
বালি পরে চোখে ।
ঐ চোখে চোখ রেখে
তাকে
আজও তো দেখা হল না ।
সাহস হয়না
আয়না থেকে
সরিয়ে রেখে চাইতে সোজাসুজি ।
বুঝি বুঝি করেও তবু
বোঝা তো গেল না ।
ভাল না ভাল না করেও তবু
ঠকান গেল না
মনটাকে ।
ভালবাসি হল শুধু –
মন দেওয়াই হল সার ।
জীবনটা ছাড়খার-করল নয়ন যার
তাকে আজও নয়ন ভরে
দেখাও হল না ।।
No comments:
Post a Comment