বিনা স্বরে কে করে শাসন
কার শূণ্য অন্তরে
বিনা ডোরে
বাঁধা পরে গেছি !
নেই সিঁড়ি তবুও এসেছি
প্রেমের মন্দিরে-
বিগ্রহ নেই
ভাল তবুও বেসেছি ।
আয়োজন নেই কোনো
তবু সাংগ করেছি আরতি ।
এই ঘরে এই
প্রেমের মন্দিরে –
নেই শিখা তবু
রোজ জ্বেলে বাতি।
বিনা আয়োযনে সাঙ্গ করেছি
আরতি ।।
No comments:
Post a Comment