তুমি আলো এনেছ এই প্রাণে
সকল অন্ধকার ছিন্ন-ভিন্ন করে
আলো হয়ে আস তুমি ।
হৃদয়ের যত যন্ত্রনা –
টুকর টুকর রঙিন আলোর বন্যা ,
ভাসিয়ে নিয়ে চলে আনন্দের,
খুশীর, ভালোলাগার ছোঁয়ায়,
মন-প্রাণ । কেন দুঃখ তুই থাকিস না আর,
তোর কালির টানে কবিতা আনে,
গানের খেয়া ভাসে তোর
গভীর গহীন কালো নদীর জলে ।
তলে তলে খুশীর ঢেউ
দোলায় নৌকাখানি। জানি
আমি জানি –আজ আমি নই রাধা।
বেদনার সাতপাকেতে বাঁধা ।
আজকে যেন বাঁধনগুলো আলগা হয়ে গেছে।
আছে আছে এইখানেতে আলোর বন্যা,
খুশীর সমুদ্দুর। আজকে আমার দুঃখগুলো
অনেক অনেক দূর।
তারা ভয়ে লুকিয়েছে এক কোনে ।
আজ যে তুমি এসেছ এই মনে ।।
No comments:
Post a Comment